কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহর রচনা নয়?

লালসালু

অনেক সূর্যের আশা

কাঁদো নদী কাঁদো

চাঁদের অমাবস্যা


Description (বিবরণ) :

প্রশ্ন: কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহর রচনা নয়?

ব্যাখ্যা:

বাংলা কথাসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রূপকার সৈয়দ ওয়ালীউল্লাহর রচিত গ্রন্থগুলো হলো - লালসালু (১৯৪৮) চাঁদের অমাবস্যা (১৯৬৪), কাঁদো নদী কাঁদো (১৯৬৮), নয়নচারা (১৯৫১), দুইতীর (১৯৬৫), বহিপীর (১৯৬০) ইত্যাদি। সুতরাং ওয়ালীউল্লাহর রচনা নয় ‘অনেক সূর্যের আশা’।


Related Question

নিচের কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত গ্রন্থ নয়?

চাঁদের আমবস্যা

কাঁদো নদী কাঁদো

চক্রবাক

কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহর উপন্যাস?

সংশপ্তক

সূর্য দীঘল বাড়ি

লালসালু

আবদুল্লাহ

কোনটি সৈয়দ মুজতবা আলীর রচিত গ্রন্থ?

চাচা কাহিনী

বরফগলা নদী

খেলারাম খেলে যা

কবি

কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস?

পদ্মা মেঘনা যমুনা

কাঁদো নদী কাঁদো

ঢোঁড়াই রচিত মানস

পুতুল নাচের ইতিকথা

কোনটি সৈয়দ মুজতবা আলীর রচিত গ্রন্থ?

চাচা কাহিনী

বুলগেরিয়া ভ্রমণ

আয়না

উদাসীন পথিকের মনের কথা

ফেরারী ডায়রি

কোনটি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর উপাধি?

বাংলার মিল্টন

পদাতিকের কবি

তর্করত্ন

স্বপ্নাতুর কবি