অমিত ও লাবণ্য চরিত্র দুটির রচয়িতা কে?
সৈয়দ মুজতবা আলী
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
মুনীর চৌধুরী
Description (বিবরণ) :
প্রশ্ন: অমিত ও লাবণ্য চরিত্র দুটির রচয়িতা কে?
ব্যাখ্যা: অমিত ও লাবণ্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উপন্যাস শেষের কবিতার দুটি চরিত্র। উপন্যাসের প্রধান বিষয়বস্তু হলো পুরুষ বা নারীর পক্ষে একসাথে দু'জনকে অবিরোধে ভালোবাসা সম্ভব এবং সে ভালোবাসা এক পাত্র সম্পর্কিত , অপর পাত্র নিঃসম্পর্কিত । লাবণ্য - অমিত রায় - কেতকী - শোভনলালের চরিত্রের মাধ্যমে এ উপন্যাসে প্রেমের বিচিত্র বিকাশ দেখানো হয়েছে।
Related Question
বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক-
রবীন্দ্রনাথ ঠাকুর
সত্যেন্দ্র নাথ দত্ত
মাইকেল মধুসূদন দত্ত
কাদের নেওয়াজ
' অমিত্রাক্ষর' ছন্দের বৈশিষ্ট্য হলো ----
অন্ত্যমিল আছে
অন্ত্যমিল নেই
চরণের প্রথমে মিল থাকে
বিশ মাত্রার পর্ব থাকে
অমিত্রাক্ষর ছন্দের প্রবতর্ক কে?
সত্যেন্দ্রনাথ দত্ত
মাইকেল মধুসূদন দত্ত
নির্মলেন্দু গুণ
আল মাহমুদ
অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক -
মাইকেল মধুসূদন
বঙ্কিমচন্দ্র
রবীন্দ্রনাথ
বিহারীলাল
বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
বুদ্ধদেব বসু
শামসুর রহমান
মাইকেল মধুসূদন দত্ত