বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক-
রবীন্দ্রনাথ ঠাকুর
সত্যেন্দ্র নাথ দত্ত
মাইকেল মধুসূদন দত্ত
কাদের নেওয়াজ
Description (বিবরণ) :
প্রশ্ন: বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক-
ব্যাখ্যা:
বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক - মাইকেল মধুসূদন দত্ত
অমিত্রাক্ষর ছন্দ
যে ছন্দে চরণদ্বয়ের অন্ত্যবর্ণের মিল থাকে না, তাকে অমিত্রাক্ষর ছন্দ বলে। অমিত্রাক্ষর ছন্দ বাংলা কাব্যের একটি বিশেষ ছন্দরূপ যা ঊনবিংশ শতাব্দীর শেষভাগে মাইকেল মধুসূদন দত্ত কর্তৃক প্রবর্তিত হয়েছিল।
ছন্দ
চরণান্তিক মিল বাংলা পদ্যের অন্যতম বৈশিষ্ট্য; কিন্তু অমিত্রাক্ষর ছন্দে চরণান্তিক মিল থাকে না। এছাড়া অমিত্রাক্ষর ছন্দে রচিত কবিতার প্রতিটি পঙক্তিতে চৌদ্দটি অক্ষর থাকা আবশ্যিক । কবি মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দে প্রথম যে কাব্যটি রচনা করেন তা হলো তিলোত্তমাসম্ভব কাব্য; এটি ১৮৬০ সালে প্রথম প্রকাশিত হয়। অতঃপর তিনি অমিত্রাক্ষর ছন্দে মেঘনাদবধ কাব্য রচনা করেন যা ১৮৬১ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। মেঘনাদবধ কাব্যের ষষ্ঠ সর্গের অংশ বিশেষ যা “মেঘনাদ ও বিভীষণ” নামে পরিচিত তা নিম্নরূপ। এ থেকে অমিত্রাক্ষর ছন্দের স্বরূপ বোঝা যায়:
“ |
"এতক্ষণে" - - অরিন্দম কহিলা বিষাদে "জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষঃপুরে! হায়, তাত, উচিত কি তব একাজ, নিকষা সতী তোমার জননী, সহোদর রক্ষশ্রেষ্ঠ? - - শূলী - শম্ভূনিভ কুম্ভকর্ণ? ভ্রাতৃপুত্র বাসব বিজয়ী? নিজগৃহপথ, তাত, দেখাও তস্করে? চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে? কিন্তু নাহি গঞ্জি তোমা, গুরুজন তুমি পিতৃতুল্য। ছাড় দ্বার, যাব অস্ত্রাগারে, পাঠাইব রামানুজে শমন - ভবনে, লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে" |
” |
Related Question
বাংলা কাব্যে 'অমিত্রাক্ষর ছন্দ' প্রবর্তন করেন কে ?
কায়কোবাদ
সুকান্ত ভট্রাচার্য
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
মাইকেল মধুসূধন দত্ত
রবীন্দ্রনাথ ঠাকুর
কোন দু'জন বাংলা কাব্যে প্রথম প্রচুর পরিমাণ আরবি- ফারসি শব্দ ব্যবহার করেন?
মোহিতলাল মজুমদার ও কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম ও ড. মুহম্মদ শহীদুল্লাহ
আবদুল করিম ও সাহিত্যবিশারদ ও ঈশ্বরগুপ্ত
মীর মশারফ হোসেন ও কায়কোবাদ
বাংলা কাব্যে “ভোরের পাখি” বলা হয়?
রবীন্দ্রনাথ ঠাকুর
কায়কোবাদ
বিহারীলাল চক্রবর্তী
মোহিতলাল মজুমদার
”পাখীর নীড়ের মতো চোখ” বাংলা কাব্যে সুন্দরী নারীর চোখের এই অনবদ্য ও অনিন্দ্যসুন্দর উপমার স্রষ্টা কে?
বিষ্ণু দে
অমীয় চক্রবর্তী
সুধীন দত্ত
জীবনানন্দ দাশ
বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক-
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
মাইকেল মধুসূদন দত্ত
জসীমউদ্দীন
বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক?
মাইকেল মধুসূদন দত্ত
রবীন্দ্রনাথ ঠাকুর
সতেন্দ্র নাথ দত্ত
কাদের নওয়াজ