”মোদের গরব মোদের আশা, আ-মরি বাংলা ভাষা” -কে লিখেছেন?

দ্বিজেন্দ্রনাথ ঠাকুর

রবীন্দ্রনাথ ঠাকুর

অতুল প্রসাদ সেন

কামিনী রায়


Description (বিবরণ) :

প্রশ্ন: ”মোদের গরব মোদের আশা, আ-মরি বাংলা ভাষা” -কে লিখেছেন?

ব্যাখ্যা:

প্রসিদ্ধ গিতিকার ও সুরকার হিসেবে পরিচিত অতুল্প্রসাদ সেন রচিত গানগুলো তিনভাগে বিভক্ত - স্বদেশী সঙ্গীত, ভক্তিগীতি ও প্রেমের গান। তার “মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা!” - গানটি ষাটের দশকে বাঙালি জাতীয়তাবাদ আন্দোলনে ব্যাপক প্রভাব ফেলে।


Related Question

”মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা“ কবিতাংশটির রচয়িতা কে?

রামনিধি গুপ্ত

রবীন্দ্রনাথ ঠাকুর

অতুল প্রসাদ সেন

সত্যেন্দ্র নাথ দত্ত

”মোদের গরব, মোদের আশা আমরি বাংলা ভাষা” চরণটি কার লিখা?

রবীন্দ্রনাথ ঠাকুর

কাজী নজরুল ইসলাম

বেগম সুফিয়া কামাল

কোনোটি নয়

”মোদের গরব মোদের আশা/আ-মরি বাংলা ভাষা” চরণ দুটির রচয়িতা কে?

আবদুল গাফ্‌ফার চৌধুরী

অতুলপ্রসাদ

প্রতুল মুখোপাধ্যায়

আব্দুল লতিফ

”মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা”- চরণটি কার লেখা?

রবীন্দ্রনাথ ঠাকুর

কাজী নজরুল ইসলাম

অতুলপ্রসাদ সেন

সুফিয়া কামাল