রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি উপন্যাস?

শেষের কবিতা

বলাকা

ডাকঘর

কালান্তর


Description (বিবরণ) :

প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি উপন্যাস?

ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে - বৌ ঠাকুরাণীর হাট (১৮৮৩), রাজর্ষি (১৮৮৩), চোখের বালি (১৯০৩) , নৌকাডুবি (১৯০৬) , গোরা (১৯১০) , চতুরঙ্গ (১৯১৬), ঘরে বাইরে (১৯১৬) , যোগাযোগ (১৯২৯) , শেষের কবিতা (১৯২৯) ইত্যাদি।


Related Question

'শেষের কবিতা' রবীন্দ্রনাথ রচিত-----

কবিতার নাম

গল্প সংকলনের নাম

উপন্যাসের নাম

কাব্য সংকলনের নাম

রবীন্দ্রনাথ নোবেল পুরষ্কার পান-

১৯১৩ সালে

১৯০১ সালে

১৯৩০ সালে

১৯৪১ সালে

রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুস্কারর লাভ করেন--

১৯০৫ সালে

১৯১৩ সালে

১৯২৩ সালে

১৯২৫ সালে