' ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে,' বলেছেন----

রবীন্দ্রনাথ ঠাকুর

কাজী নজরুল ইসলাম

বলাইচাঁদ মুখোপাধ্যায়

প্রমথ চৌধুরী


Description (বিবরণ) :

প্রশ্ন: ' ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে,' বলেছেন----

ব্যাখ্যা: বাংলা সাহিত্যের বিশিষ্ট সাহিত্যিক প্রমথ চৌধুরী (১৮৬৮ - ১৯৪৬ খ্রি) কর্তৃক আরেকটি গুরুত্বপূর্ণ পঙক্তি হলো 'সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত।'


Related Question

"আনারস" এবং "চাবি" শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে---

পর্তুগিজ ভাষা থেকে

আরবি ভাষা থেকে

দেশী ভাষা থেকে

ওলন্দাজ ভাষা থেকে

সমাস ভাষাকে ------

সংক্ষেপ করে

বিস্তৃত করে

ভাষারূপ ক্ষুণ্ন করে

অর্থবোধক করে

'মোদের গরব, মোদের আশা/আ-মরি বাংলা ভাষা' রচিয়তা -------

রামনিধি গুপ্ত

রবীন্দ্রনাথ ঠাকুর

অতুল প্রসাদ সেন

সত্যেন্দ্রনাথ দত্ত

বাংলাভাষা এই শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে -----

চাকু, চাকর

খদ্দর, হরতাল

চা, চিনি

রিকশা, রেস্তোঁরা

কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাঙ্গালাহ নামে?

ফখরুউদ্দিন মোবারক শাহ

শামসুদ্দিন ইলিয়াস শাহ্‌

জালালুদ্দিন মুহাম্মদ আকবর

ঈসা খান

"আনারস", "বালতি" শব্দ দুটি কোন ভাষা থেকে আগত?

ইংরেজি

আরবি

পর্তুগিজ

উর্দু