'মোদের গরব, মোদের আশা/আ-মরি বাংলা ভাষা' রচিয়তা -------

রামনিধি গুপ্ত

রবীন্দ্রনাথ ঠাকুর

অতুল প্রসাদ সেন

সত্যেন্দ্রনাথ দত্ত


Description (বিবরণ) :

প্রশ্ন: 'মোদের গরব, মোদের আশা/আ-মরি বাংলা ভাষা' রচিয়তা -------

ব্যাখ্যা: বাংলা ভাষা সাহিত্যে ও সঙ্গীতের এক অতি পরিচিত নাম অতুল প্রসাদ সেন। তিনি ছিলেন একাধারে কবি, গীতিকার ও গায়ক। বাংলাভাষীদের নিকট অতুল প্রসাদ সেন প্রধানত একজন সঙ্গীতজ্ঞ ও সুরকার হিসেবেই পরিচিত। তার গানগুলি মূলত স্বদেশি সঙ্গীত, ভক্তিগীতি ও প্রেমের গান; এই তিন ধারায় বিভক্ত। তবে তার ব্যক্তি জীবনের বেদনা সকল ধরনের গানেই কম - বেশি প্রভাব ফেলেছে। এজন্য তার অধিকাংশ গানই হয়ে উঠেছে করুণ - রস প্রধান। উনিশ শতকের শেষ থেকে বিশ শতকের মাঝামাঝি সময় পর্যন্ত রবীন্দ্র প্রতিভার প্রভাববলয়ের মধ্যে বিচরণ করেও যাঁরা বাংলা কাব্যগীতি রচনায় নিজেদের বিশেষত্ব প্রকাশ করতে সক্ষম হন, অতুল প্রসাদ ছিলেন তাদের অন্যতম। সমকালীন গীতিকারদের তুলনায় তার সঙ্গীত সংখ্যা সীমিত হলেও অতুল প্রসাদের অনেক গানে সাঙ্গীতিক মৌলিকত্ব পরিলক্ষিত হয়; আর সে কারণেই তিনি বাংলা সঙ্গীত জগতে এক স্বতন্ত্র আসন লাভ করেছেন। তার গানগুলি অতুল প্রসাদের গান নামে বিশেষ ভাবে প্রতিষ্ঠিত। অতুলপ্রসাদ বাংলা গানে ঠুংরি ধারার প্রবর্তক। তিনিই প্রথম বাংলায় গজল রচনা করেন। তার রচিত বাংলা গজলের সংখ্যা ৬ - ৭টি। গীতিগুঞ্জ (১৯৩১) গ্রন্থে তার সমুদয় গান সংকলিত হয়। এই গ্রন্থের সর্বশেষ সংস্করণে (১৯৫৭) অনেকগুলি অপ্রকাশিত গান প্রকাশিত হয়।[৩] অতুলপ্রসাদের গানের সংখ্যা ২০৮।] অতুলপ্রসাদ সেনের কয়েকটি বিখ্যাত গান হল মিছে তুই ভাবিস মন, সবারে বাস রে ভালো,বঁধুয়া, নিঁদ নাহি আঁখিপাতে, একা মোর গানের তরী, কে আবার বাজায় বাঁশি, ক্রন্দসী পথচারিণী ইত্যাদি। তার রচিত দেশাত্মবোধক গানগুলির মধ্যে প্রসিদ্ধ উঠ গো ভারত - লক্ষ্মী, বলো বলো বলো সবে, হও ধরমেতে ধীর। তার মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা! গানটি বাংলাদেশ মুক্তিযুদ্ধে বিশেষ অণুপ্রেরণা জুগিয়েছিল। অতুলপ্রসাদের গানগুলি দেবতা, প্রকৃতি, স্বদেশ, মানব ও বিবিধ নামে পাঁচটি পর্যায়ে বিভক্ত। রবীন্দ্রনাথ ঠাকুর এই গানের বিশেষ গুণগ্রাহী ছিলেন। অতুলপ্রসাদী গান নামে পরিচিত এই ধারার একজন বিশিষ্ট সঙ্গীতশিল্পী হলেন কৃষ্ণা চট্টোপাধ্যায়। তার সর্বমোট গানের সংখ্যা মাত্র ২০৬টি এবং সে সবের মধ্যে মাত্র ৫০ - ৬০টি গান গীত হিসেবে প্রাধান্য পায়। অতুল প্রসাদের মামাতো বোন সাহানা দেবীর সম্পাদনায় ৭১টি গান স্বরলিপিসহ কাকলি (১৯৩০) নামে দুই খন্ডে প্রকাশিত হয়। তার অপর গানগুলিও গীতিপুঞ্জ এবং কয়েকটি গান নামে দুটি পৃথক গ্রন্থে প্রকাশিত হয়। ১৯২২ - ২৩ সালের দিকে কলকাতা থেকে প্রথম অতুল প্রসাদের গানের রেকর্ড বের হয় সাহানা দেবী ও হরেন চট্টোপাধ্যায়ের কণ্ঠে।


Related Question

‘মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা।’ চরণটির রচয়িতা কে?

অতুল প্রসাদ সেন

শামসুর রাহমান

মুকুন্দরাম

কবি সুফিয়া কামাল

”মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা“ কবিতাংশটির রচয়িতা কে?

রামনিধি গুপ্ত

রবীন্দ্রনাথ ঠাকুর

অতুল প্রসাদ সেন

সত্যেন্দ্র নাথ দত্ত

'মোদের গরব,মোদের আশা,আ-মরি বাংলা ভাষা' - এর রচয়িতা কে?

রবীন্দ্রনাথ ঠাকুর

সত্যেন্দ্রনাথ দত্ত

রাম্নিধি গুপ্ত

কাজী নজ্রুল ইসলাম

অতুল্প্রসাদ সেন

কার রচিত গান? 'মোদের গরব, মোদের আশা, আ'মরি বাংলা ভাষা"

দ্বিজেন্দ্রলাল রায়

রজনী কান্ত

অতুল প্রসাদ

সজনীকান্ত

”মোদের গরব, মোদের আশা আমরি বাংলা ভাষা” চরণটি কার লিখা?

রবীন্দ্রনাথ ঠাকুর

কাজী নজরুল ইসলাম

বেগম সুফিয়া কামাল

কোনোটি নয়

’মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা”- কবিতাংশটির রচয়িতা কে?

রামনিধি গুপ্ত

রবীন্দ্রনাথ ঠাকুর

অতুল প্রসাদ

সত্যেন্দ্রনাথ দত্ত

কোনোটিই নয়