' সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী' ----সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে?
২৭
২৮
৩০
৪৭
Description (বিবরণ) :
প্রশ্ন: ' সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী' ----সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে?
ব্যাখ্যা: এটি বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগ মৌলিক অধিকার - এর 'আইনের দৃষ্টিতে সমতা' অংশে ২৭ অনুচ্ছেদে বর্ণিত আছে। অন্যদিকে ২৮ নং অনুচ্ছেদে ধর্ম - বর্ণ ইত্যাদি বিষয়ে বৈষম্য , ৩০ নং অনুচ্ছেদে বিদেশী খেতাব ইত্যাদি গ্রহণ, নিষিদ্ধকরণ এবং ৪৭ নং অনুচ্ছেদে কতিপয় আইনের হেফাজত বিষয়ে আইন বর্ণিত হয়েছে।
Related Question
জার্মানি ব্যতিরেকে কোন দেশের প্রায় সকল নাগরিক জার্মান ভাষায় কথা বলে?
সুইজারল্যান্ড
পোল্যান্ড
অস্ট্রিয়া
ডেনমার্ক
" সকল নাগরিক সমান" - বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে?
২৭ অনুচ্ছেদ
২৮ অনুচ্ছেদ
২৯ অনুচ্ছেদ
৪৭ অনুচ্ছেদ
'আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান' বলা হয়েছে সংবিধানের কত নং অনুচ্ছেদে
২৮ নং
২৬ নং
২৭ নং
২৯ নং
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ধারায় সকল নাগরিককে আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে?
ধারা ২৬
ধারা ২৭
ধারা ২৮
ধারা ২৯
সংবিধানের কোন অনুচ্ছেদে সকল নাগরিকের আইনের আশ্রয় লাভের অধিকারের উল্লেখ আছে?
২৭নং অনুচ্ছেদে
৩১নং অনুচ্ছেদে
৩২নং অনুচ্ছেদে
৩৪নং অনুচ্ছেদে
জার্মানি ব্যতিরেকে কোন দেশের প্রায় সকল নাগরিক জার্মান ভাষায় কথা বলে?
সুইজারল্যান্ড
পোল্যান্ড
অস্ট্রিয়া
ডেনমার্ক