'শেষের কবিতা' পুস্তকটি কোন শ্রেণীর সাহিত্যকর্ম?
কাব্যগ্রস্থ
গীতিকাব্য
কাব্যনাট্য
উপন্যাস
Description (বিবরণ) :
প্রশ্ন: 'শেষের কবিতা' পুস্তকটি কোন শ্রেণীর সাহিত্যকর্ম?
ব্যাখ্যা: ঔপন্যাসিক , কবি, প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জীবনের শেষ পর্যায়ের উপন্যাস শেষের কবিতা। এ উপন্যাসে দেখানো হয়েছে পুরুষ বা নারীর পক্ষে একসাথে দু'জনকে অবিরোধে ভালোবাসা সম্ভব এবং এ ভালোবাসা একপাত্র সম্পর্কিত , অপরপাত্র নিঃসম্পর্কিত।
Related Question
'শেষের কবিতা' রবীন্দ্রনাথ রচিত-----
কবিতার নাম
গল্প সংকলনের নাম
উপন্যাসের নাম
কাব্য সংকলনের নাম
রবীন্দ্রনাথের "শেষের কবিতা" কোন ধরনের গ্রন্থ?
কাব্য
নাটক
উপন্যাস
ছোটগল্প
শেষের কবিতা -
বুদ্ধদেব বসুর শেষ কবিতা
রবীন্দ্রনাথের শেষের কবিতা
বিষ্ণু দে'র কাব্যগ্রন্থ
রবীন্দ্রনাথের উপন্যাস
শেষের কবিতার রচয়িতা কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
শামসুর রহমান
জীবনানন্দ দাশ
'শেষের কবিতা' কি জাতীয় রচনা?
কবিতা
ছড়া
নাটক
উপন্যাস
”শেষের কবিতা” কোন ধরনের রচনা?
কাব্যগ্রন্থ
নাটক
গল্প গ্রন্থ
উপন্যাস