কোন বানানটি শুদ্ধ?
বাল্মিকী
বাল্মিকি
বাল্মীকি
বাল্মীকী
Description (বিবরণ) :
প্রশ্ন: কোন বানানটি শুদ্ধ?
ব্যাখ্যা:
বাল্মীকি (সংস্কৃত: वाल्मीकि) (খ্রিষ্টপূর্ব ৪০০ অব্দ, উত্তর ভারত) সংস্কৃত সাহিত্যের আদিকবি নামে কথিত। রামায়ণ মহাকাব্যের বর্ণনা অনুযায়ী, তিনিই এই কাব্যের রচয়িতা। তিনি সংস্কৃত ভাষার আদি কবি। অর্থাৎ পৃথিবীর প্রথম কাব্য রামায়ণ। তার লেখক বাল্মীকি আদি কবি। বাল্মীকিকে আদিকবি বা কবিগুরু বলার কারণ, প্রচলিত বিশ্বাস অনুযায়ী, তিনিই প্রথম সংস্কৃত কাব্যে শ্লোকের রচয়িতা। তাকে রামায়ণ ব্যতীত যোগবাশিষ্ঠ নামক অপর এক হিন্দু ধর্মগ্রন্থের রচয়িতাও মনে করা হয়। বাল্মীকিধর্ম রামায়ণ ও যোগবাশিষ্ঠ গ্রন্থদ্বয়ে বর্ণিত বাল্মীকির শিক্ষা অবলম্বনে সংগঠিত একটি ধর্মীয় আন্দোলন।
সূত্র: উইকিপিডিয়া
Related Question
কোন বানানটি শুদ্ধ?
পাষাণ
পাষান
পাসান
পাশান
কোন বানানটি শুদ্ধ?
বিভিসীকা
বিভীষিকা
বীভিষিকা
বীভিষীকা
কোন বানানটি শুদ্ধ?
বিভিষিকা
বিভীষিকা
বীভিষিকা
বিভীসিকা
কোন বানানটি শুদ্ধ?
মুহুর্মুহু
মুহূর্মুহু
মূহুর্মুহু
মুহূর্মুহূ
কোন বানানটি শুদ্ধ?
সমীচীন
সমিচীন
সমীচিন
সমিচিন
কোন বানানটি শুদ্ধ?
শুশ্রুষা
সুশ্রুষা
শুশ্রূষা
সুশ্রুসা