'পদ্মাবতী' কাব্যের রচয়িতা কে?

শাহ্ মুহম্মদ সগীর

আলাওল

শেখ ফয়জুল্লাহ

বাহরাম খান


Description (বিবরণ) :

প্রশ্ন: 'পদ্মাবতী' কাব্যের রচয়িতা কে?

ব্যাখ্যা:

পদ্মাবতী মধ্যযুগের বাঙালি কবি আলাওলের একটি কাব্য। এটিকে আলাওলের শ্রেষ্ঠ কাজ বলে গণ্য করা হয়।

বাংলা সাহিত্যের মধ্যযুগের একটি ঊজ্জ্বল নিদর্শন আলাওলের অনুবাদ কাব্যগ্রন্থ ‘পদ্মাবতী’। মালিক মুহম্মদ জায়সী এর ‘পদুমাবৎ’ কাব্যের অনুবাদ এটি। জায়সী তাঁর কাব্য রচনা করেন ১৫৪০ খ্রিস্টাব্দে। প্রায় ১০০ বছর পর আরাকানের বৌদ্ধ রাজার অমাত্য মাগন ঠাকুরের নির্দেশে আলাওল ১৬৪৮ খ্রিস্টাব্দে পদ্মাবতী রচনা করেন। কবি তখন মাগন ঠাকুরের সভাসদ এবং আশ্রিত। পদ্মাবতী কাব্যের কাহিনীতে ঐতিহাসিকতা কতটুকু তা নিশ্চিত হওয়া যায় নি। সম্ভবত কবিচিত্তের কল্পনাই জায়সী এবং আলাওল দুজনকেই প্রভাবিত করেছিল। বাংলায় পদ্মাবতী রচনায় আলাওল মূলত পয়ার ও ত্রিপদী ছন্দের আশ্রয় নিয়েছেন। মধ্যযুগের ধর্মীয় সাহিত্যের ঘনঘটার মধ্যে এই পদ্মাবতী কাব্যগ্রন্থ স্বতন্ত্ররীতির এক অনুপম শিল্পকর্ম। পদ্মাবতী মৌলিক না হলেও সাবলীল ভাষার ব্যবহার ও মার্জিত ছন্দের নিপুণ প্রয়োগে তা আলাওলের কবিপ্রতিভার স্বাক্ষর বহন করে।


Related Question

হিন্দী 'পদুমাবৎ ' -এর অবলম্বনে 'পদ্মাবতী' কাব্যের রচয়িতা -----

দৌলত উজীর বাহরাম খান

সৈয়দ সুলতান

আব্দুল করিম সাহিত্যে বিশারদ

আলাওল

'পদ্মাবতী' কার রচনা?

সৈয়দ সুলতান

শাহ মুহাম্মদ সগীর

আব্দুল হাকিম

আলাওল

'পদ্মাবতী' কাব্যেগ্রন্থের অনুবাদক কে?

আলাওল

শাহ মুহম্মদ সগীর

আবদুল হাকিম

সৈয়দ সুলতান

”পদ্মাবতী” কাব্য রচনা করেন---

ভারতচন্দ্র

আলাওল

সৈয়দ হামজা

আব্দুল হাকিম

”পদ্মাবতী” কাব্যের রচয়িতা আলাওল কোন যুগের কবি?

প্রাচীন যুগের

মধ্য যুগের

আধুনিক যুগের

উত্তর আধুনিক যুগের

”পদ্মাবতী” কাব্যের রচয়িতা কে?

মুকুন্দরাম চক্রবর্তী

সৈয়দ আলাওল

বরীন্দ্রনাথ ঠাকুর

সমর সেন