যে ছন্দে যুক্তধ্বনি সব সময় একমাত্রা হিসেবে গণনা করা হয় তাকে কি ধরনের ছন্দ বলে?

মাত্রাবৃত্ত ছন্দ

অক্ষরবৃত্ত ছন্দ

স্বরবৃত্তছন্দ

পয়ার ছন্দ


Description (বিবরণ) :

প্রশ্ন: যে ছন্দে যুক্তধ্বনি সব সময় একমাত্রা হিসেবে গণনা করা হয় তাকে কি ধরনের ছন্দ বলে?

ব্যাখ্যা:

অক্ষরবৃত্ত ছন্দ (মিশ্রকলাবৃত্ত/তানপ্রধান ছন্দ) বাংলা সাহিত্যে প্রচলিত প্রধান তিনটি ছন্দের একটি। অন্য দুটি হলো স্বরবৃত্ত ছন্দ এবং মাত্রাবৃত্ত ছন্দ। অক্ষরবৃত্ত ছন্দে লেখা কবিতাগুলোর মূলপর্ব সাধারণত ৮ বা ১০ হয় । এছাড়া অক্ষর বৃত্ত ছন্দ ৮✝৮, ৮✝৬, ৮✝৪, ৮✝২ হতে পারে।


Related Question

যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার, তাকে বলা হয় -----

স্বরবৃত্ত

পয়ার

মাত্রাবৃত্ত

অক্ষরবৃত্ত

বাংলা সাহিত্যে ছন্দের যাদুকর-

সত্যেন্দ্রনাথ দত্ত

রবীন্দ্রনাথ ঠাকুর

কাজী নজরুল ইসলাম

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

বাংলা সাহিত্যে ছন্দের যাদুকর বলে খ্যাত কে?

সত্যেন্দ্রনাথ দত্ত

মাইকেল মধুসূদন দত্ত

রবীন্দ্রনাথ ঠাকুর

শামসুর রাহমান