' যা কিছু হারায় গিন্নী বলেন, কেষ্টা বেটাই চোর'--- এখানে 'হারায়' কোন ধাতু?

প্রযোজক ধাতু

ভাববাচ্যের ধাতু

সংযোগমূলক ধাতু

নাম ধাতু


Description (বিবরণ) :

প্রশ্ন: ' যা কিছু হারায় গিন্নী বলেন, কেষ্টা বেটাই চোর'--- এখানে 'হারায়' কোন ধাতু?

ব্যাখ্যা: সঠিক হবে প্রযোজক ধাতু। মৌলিক ধাতুর পররে প্রেরনার্থ ( অপরকে নিয়োজিত করা অর্থে) 'আ' প্রত্যয় যোগ করে যে ধাতু গঠিত হয় তাকেই প্রযোজক বা নিজন্ত ধাতু যা কখন ও কখন ও কর্মবাচ্যের ধাতু বলা হয়। অন্যদিকে নাম ধাতু হলো বিশেষ্য, বিশেষণ ও অনুকার অব্যয়ের পরে 'আ' প্রত্যয় যোগে গঠিত ধাতু এবং সংযোগমূলক ধাতু হলো বিশেষ্য, বিশেষণ বা ধ্বন্যাত্মক অব্যয়ের সাথে কর, দে ,পা, খা, ছাড় ইত্যাদি মৌলিক ধাতুর সংযোগে গঠিত ধাতু। যেমন - ঘুম (বিশেষ্য) + আ + ক্রিয়া বিভক্তি = ঘুমাচ্ছে ( নাম ধাতু)। যোগ (বিশেষ্য ) + কর (ধাতু) = যোগ কর (সংযোগমূলক ধাতু)


Related Question

যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য বর্ণ সৃষ্টি করা যায় সেগুলো হলো-----

লাল, হলুদ, নীল

লাল, কমলা, বেগুনী

হলুদ, সবুজ, নীল

লাল, নীল, সবুজ

বৈদ্যুতিক মটর এমন একটি যন্ত্রকৌশল, যা ------

তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিকে রূপান্তরিত করে

তাপ শক্তিকে তড়িৎ শক্তিকে রূপান্তরিত করে

যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিকে রূপান্তরিত করে

তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিকে রূপান্তরিত করে

ঢাকা থেকে সরাসরি নোয়াখালী যাওয়ার আন্তঃমহানগরীয় ট্রিনটির নাম -----

এগার সিন্দুর এক্সপ্রেস

পারাবত এক্সেপ্রেস

উপকূল এক্সপ্রেস

সৈকত এক্সপ্রেস

"এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধবমুখী কৃষ্ণচূড়ার নীচে সেখানে আমি কাঁদতে আসিনি" এর রচয়িতা -----

জহির রায়হান

গাফ্‌ফার চৌধুরী

শামসুর রাহমান

মাহবুব-উল-আলম চৌধুরী

সেন্টমার্টিন দ্বীপে কোন ধরনের খনিজ সম্পদ পাওয়া যায়?

সিলিকা বালু

চীনা মাটি

চুনা পাথর

খনিজ বালি