পৃথিবীতে সবচেয়ে বেশি লোক কোন ভাষায় কথা বলে?

ইংরেজী

ফরাসী

আরবী

মান্দারিন


Description (বিবরণ) :

প্রশ্ন: পৃথিবীতে সবচেয়ে বেশি লোক কোন ভাষায় কথা বলে?

ব্যাখ্যা:

পৃথিবীতে সবচেয়ে বেশি লোক মান্দারিন ভাষায় কথা বলে।

মান্দারিন একটি ভাষা, যেটাকে ফুথোং হুয়া ("সাধারণ কথা") নামেও পরিচিত। ম্যান্ডারিন গণচীন, প্রজাতন্ত্রী চীন (তাইওয়ান), ও সিঙ্গাপুরে রাষ্ট্রভাষা হিসেবে প্রচলিত।

মাঁদারিঁ - রা ছিলেন বহু শতাব্দী ধরে চীনা সাম্রাজ্যের উচ্চপদস্থ শিক্ষিত সরকারী কর্মচারীদের নয়টি শ্রেণীর একটি। চীনের ধ্রুপদী সাহিত্যের উপরে পরীক্ষায় উত্তীর্ণ হলে মাঁদারিঁ উপাধি অর্জন করা যেত। উত্তীর্ণ ব্যক্তিকে একটি সরকারী আলখাল্লা ও পদমর্যাদাক্রম অনুযায়ী একটি নির্দিষ্ট রঙের বোতামের টুপি পরতে হত।

তাঁকে একটি প্রদেশে অনধিক তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হত, এবং সেই প্রদেশে তাঁর বিয়ে করা বা সম্পত্তি অধিকারী হওয়া নিষিদ্ধ ছিল। চীনের মাঁদারিঁ - রা চীনা ভাষার একটি বিশিষ্ট উপভাষায় কথা বলতেন; এই উপভাষাটিকে বর্তমানে গণচীনের জাতীয় সরকারী ভাষা হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে।


Related Question

সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে?

৮.৩২ মিনিট

৯.১২ মিনিট

৭.৯৬ মিনিট

১০.৫৬ মিনিট

পৃথিবীতে নানা জাতি সৃষ্টির কারণ কী?

প্রাকৃতিক

সামাজিক

রাজনৈতিক

ভৌগোলিক

পৃথিবীতে সবচেয়ে বেশি ধাতু কোনটি?

লোহা

সিলিকন

পারদ

তামা

সারা পৃথিবীতে রেডিয়ামের পরিমাণ-

প্রায় ৩০ পাউন্ড

প্রায় ১০০ পাউন্ড

প্রায় ৮ থেকে ১০ আউন্স

প্রায় ১৫ আউন্স