পৃথিবীতে সবচেয়ে বেশি ধাতু কোনটি?

লোহা

সিলিকন

পারদ

তামা


Description (বিবরণ) :

প্রশ্ন: পৃথিবীতে সবচেয়ে বেশি ধাতু কোনটি?

ব্যাখ্যা: প্রশ্নপত্রে উল্লিখিত মৌলসমূহের মধ্যে লোহা, পারদ ও তামা হচ্ছে ধাতু, কিন্তু সিলিকন কোনো ধাতু নয়। সিলিকন হলো এক ধরনের অর্ধপরিবাহী । ভূত্বকে যে সকল ধাতু পাওয়া যায় তাদের মদ্যে প্রাচুর্যের দিক থেকে অ্যালিউমিনয়িামের অবস্থান প্রথম (প্রায় ৮% ) এবং লৌহের অবস্থান দ্বিতীয় (প্রায় ৫%) । প্রশ্নপত্রে উল্লিখিত ধাতুসমূহের মধ্যে পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায় লোহা এবং লোহার ব্যবহারও সবচেয়ে বেশি ।


Related Question

সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে?

৮.৩২ মিনিট

৯.১২ মিনিট

৭.৯৬ মিনিট

১০.৫৬ মিনিট

পৃথিবীতে সবচেয়ে বেশি লোক কোন ভাষায় কথা বলে?

ইংরেজী

ফরাসী

আরবী

মান্দারিন

পৃথিবীতে নানা জাতি সৃষ্টির কারণ কী?

প্রাকৃতিক

সামাজিক

রাজনৈতিক

ভৌগোলিক

সারা পৃথিবীতে রেডিয়ামের পরিমাণ-

প্রায় ৩০ পাউন্ড

প্রায় ১০০ পাউন্ড

প্রায় ৮ থেকে ১০ আউন্স

প্রায় ১৫ আউন্স