শান্তির জন্য প্রথম কোন মহিলা নোবেল পুরস্কার পান?

বার্থাভন সুটনার

অংসান সুকী

শিরিন এবাদি

মাদার তেরেসা


Description (বিবরণ) :

প্রশ্ন: শান্তির জন্য প্রথম কোন মহিলা নোবেল পুরস্কার পান?

ব্যাখ্যা: শান্তিতে প্রথম মহিলা নোবেল বিজয়ী বার্থাভন সুটনার (অস্ট্রিয়া , ১৯০৫ সালে। তবে উল্লিখিত চারজনের মধ্যে প্রথম নোবেল জয়ী মাদার তেরেসা। মাদার তেরেসা (আলবেনীয় বংশোদ্ভুত ) ১৯৭৯ সালে, আলভা মায়ারডাল (সুইডেন) ১৯৮২ সালে, অংসান সুচি (মিয়ানমার) ১৯৯০ সালে এবং শিরিন এবাদি (ইরান) ২০০৩ সালে নোবেল বিজয়ী হন।


Related Question

কোন সংকটকে কেন্দ্র করে ১৯৫০ সালে ' শান্তির জন্য ঐক্য প্রস্তাব' জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয়?

ভিয়েতনাম সংকট

সাইপ্রাস সংকট

কোরিয়া সংকট

প্যালেস্টাইন সংকট

১৯৯০ সালে শান্তির জন্য নোবেল পুরষ্কার কে পান ?

পেরেজ দ্যা কুয়েলার

জর্জ বুশ

গর্বাচেভ

কোহল

শান্তির জন্য প্রথম কোন মহিলা নোবেল পুরস্কার পান?

অং সান সুচি

ইন্দিরা গান্ধী

মাদার তেরেসা

শিরিন এবাদি

মাদার তেরেসা শান্তির জন্য নোবেল পুরস্কার পান--

১৯৭৯ সালে

১৯৮০ সালে

১৯৯০ সালে

১৯৯১ সালে