পশ্চিম তিমুর-এর বর্তমান মর্যাদা কি?
ইন্দোনেশিয়ার একটি অঙ্গরাজ্য
একটি স্বাধীন দেশ
অস্ট্রেলিয়ার একটি প্রদেশ
কোনোটি ঠিক নয়
Description (বিবরণ) :
প্রশ্ন: পশ্চিম তিমুর-এর বর্তমান মর্যাদা কি?
ব্যাখ্যা: খ্রিষ্টান অধ্যুষিত পূর্ব তিমুর ২০০২ সালের ২০ মে ইন্দোনেশিয়ার নিকট থেকে স্বাধীন হলেও পশ্চিম তিমুর স্বাধীন নয়। পশ্চিম তিমুর ইন্দোনেশিয়ার একটি প্রদেশ বা অঙ্গরাজ্য।
Related Question
১৯৯০ সালের কোন তারিখে পূর্ব ও পশ্চিম জার্মানি পুনরায় একটি রাষ্ট্র গঠন করে?
২ অক্টোবর (সকালে)
২ অক্টোবর (মাঝরাতে)
১ অক্টোবর (দুপুরে)
৩ অক্টোবর (মাঝরাতে)
রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত ----
পললগঠিত সমভূমি
বরেন্দ্রভূমি
চলনবিল
পাহাড়পুর
২০০৫ সালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম অঞ্চলে সর্বপ্রথম কোন হারিকেনটি আঘাত হানে?
ডেনিস
ক্যাটরিনা
আইভান
রিটা
কোনো স্থানে দুপুর ১২টা হলে, তার ৫ ডিগ্রি পশ্চিমের স্থানে সময় হবে-
১২টা ১০মিঃ
১২টা ২০ মিঃ
১১টা ৪০ মিঃ
১১টা ৫০ মিঃ
কোনো স্থানের সময় সকাল ১১টা হলে তার ৬ ডিগ্রি পশ্চিমের স্থানে সময় হবে-
১১টা ২৪ মিনিট
১১টা ১২ মিনিট
১০টা ৩৬ মিনিট
১০টা ৪৮ মিনিট
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব-পশ্চিম দ্বন্দ্বের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম ছিল -----
কমিন্টার্ন
কমিনফর্ম
কমেকন
কোনোটিই নয়