কোনো স্থানের সময় সকাল ১১টা হলে তার ৬ ডিগ্রি পশ্চিমের স্থানে সময় হবে-
১১টা ২৪ মিনিট
১১টা ১২ মিনিট
১০টা ৩৬ মিনিট
১০টা ৪৮ মিনিট
Description (বিবরণ) :
প্রশ্ন: কোনো স্থানের সময় সকাল ১১টা হলে তার ৬ ডিগ্রি পশ্চিমের স্থানে সময় হবে-
ব্যাখ্যা:
কোনো স্থানের সময় সকাল ১১ টা হলে তার ৬° পশ্চিমের স্থানে সময় হবে ১০টা বেজে ৩৬ মিনিট।
আমরা জানি, ১° এর ব্যবধানে সময়ের পার্থক্য ৪ মিনিট।
তাহলে ৬° এর ব্যবধানে সময়ের পার্থক্য হবে (৬×৪) = ২৪ মিনিট।
যেহেতু ৬° পশ্চিমে তাই সময় হবে (১১ টা থেকে ২৪ মিনিট বাদ), অর্থাৎ ১০ টা বেজে ৩৬ মিনিট।
Related Question
কোনো স্থানের তাপমাত্রা বেড়ে গেলে কি হয়?
মেঘের সৃষ্টি হয়
নিম্মচাপ হয়
উচ্চচাপ হয়
চাপের পরিবর্তন হয় না
কোনো স্থানের সূর্য যখন মাথার ওপর থাকে তখন ঐ স্থানের সময় কত ধরা হয়?
দুপুর ১২ টা
দুপুর ১২ টা ৩০ মিনিট
দুপুর ১ টা ৩০ মিনিট
দুপুর ১টা
মূল মধ্যরেখা থেকে পূর্ব-পশ্চিমে কোনো স্থানের কৌণিক দূরত্বকে ঐ স্থানের কি বলে?
দেশান্তর
অক্ষাংশ
ডিগ্রি
সমকোণ