‘আমি (বই) পড়ি’ বাক্যে কটেশন শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

কর্তায় শন্য

অধিকরণে দ্বিতীয়া

কর্মে প্রথমা

অপাদানে পঞ্চমী


Description (বিবরণ) :

প্রশ্ন: ‘আমি (বই) পড়ি’ বাক্যে কটেশন শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ব্যাখ্যা:

যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে।

কর্ম দুই প্রকার: মুখ্য কর্ম ও গৌণ কর্ম। যেমন: বাবা আমাকে (গৌণ কর্ম) একটি কলম (মুখ্য কর্ম) কিনে দিয়েছেন।

সাধারণত মুখ্য কর্ম বস্তুবাচক ও গৌণ কর্ম প্রাণিবাচক হয়ে থাকে। এছাড়াও সাধারণত কর্মকারকের গৌণ কর্মে বিভক্তি যুক্ত হয়, মুখ্য কর্মে হয় না।


Related Question

‘আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে’-এখানে ‘রাঘবে’ কোন কারকে কোন বিভক্তি ?

অপাদানে ৭মী

কর্তৃকারকে ৭মী

অধিকরনে ৭মী

কর্মে ৭মী

‘আমি’ শব্দটি কোন লিঙ্গ ?

পুংলিঙ্গ

স্ত্রীলিঙ্গ

ক্লীব লিঙ্গ

উভয় লিঙ্গ

‘আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই' গানের সুরকার ও গীতিকার কে?

প্রতুল মুখোপাধ্যায়

মাহমুদুর রহমান

গৌরি প্রসন্ন মজুমদার

নচিকেতা ঘোষ

‘আমি, তুমি ও সে স্কুলে যাবো’ এর ইংরেজি অনুবাদ কোনটি?

You, he and I will go to school

He, you and I will go to school

I, you and he will go to school

You, I and he will go to school

‘আমি কি ডরাই সখি ভিখারি রাঘবে’ এখানে “রাঘবে” কোন করকে কোন বিভক্তি?

কর্মে প্রথম

অপাদানে সপ্তমী

অধিকরণে পঞ্চমী

কর্মে সপ্তমী