কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান?

প্রফেসর আব্দুস সালাম

আনোয়ার সাদাত

নাগীব মাহফুজ

ইয়াসির আরাফাত


Description (বিবরণ) :

প্রশ্ন: কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান?

ব্যাখ্যা: ১৯৭৮ সালে মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত প্রথম মুসলিম হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার লাব করেন। পাকিস্তানের প্রফেসর আবদুস সালাম পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান ১৯৭৯ সালে। মিসরের নাগীব মাহফুজ সাহিত্যে ১৯৮৮ সালে এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইয়ারসির আরাফাত ১৯৯৪ সালে শান্তিতে এই পুরস্কার লাব করেন।


Related Question

মধ্যযুগের অনুবাদ সাহিত্য রচনায় কোন মুসলিম শাসকের গুরুত্বপুর্ন ভূমিকা রয়েছে?

নাসির উদ্দিন শাহ

মুর্শিদ কুলি খান

শাহ সুজা

আলাউদ্দিন হুসেন শাহ

কোন মুসলিম মনীষী অঙ্কশাস্ত্রে বিশ্ববিখ্যাত ছিলেন?

আল-বিরুনী

আল-আবারী

আল-খারিযমী

আল-মুকাদ্দসী

কোন মুসলিম দেশ 'ন্যাটোর' সদস্য ?

তুরস্ক

মিশর

পাকিস্তান

মালশিয়া

কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান?

প্রফেসর আব্দুস সালাম

ইয়াসির আরাফাত

নাগীব মাহফুজ

আনোয়ার সাদাত

কোন মুসলিম নারী সর্বপ্রথম নোবেল শান্তি পুরস্কার পান?

শিরিন এবাদি

বেনজীর ভুট্টো

মনিকা আলী

বেগম রোকেয়া

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন মুসলিম নেতার অবদান উল্লেখযোগ্য?

এ কে ফজলুল হক

হোসেন শহীদ সোরাওয়ার্দী

স্যার সৈয়দ আহমদ খান

স্যার সলিমুল্লাহ