' আমি কিংবদন্তীর কথা বলছি' ---এর রচয়িতা কে?

সিকান্‌দার আবু জাফর

আবু জাফর ওবায়দুল্লাহ

ফররুখ আহমদ

আহসান হাবীব


Description (বিবরণ) :

প্রশ্ন: ' আমি কিংবদন্তীর কথা বলছি' ---এর রচয়িতা কে?

ব্যাখ্যা: 'আমি কিংবদন্তীর কথা বলছি' - আবু জাফর ওবায়দুল্লাহ রচিত কাব্যগ্রন্থ, প্রকাশিত হয় ১৯৮১ সালে। এ লেখকের অন্যান্য কাব্যগ্রন্থ হচ্ছে 'সাতনরী হার' কখনও রং কখনও সুর' কমলের চোখ' সহিষ্ণু প্রতিক্ষা' 'প্রেমের কবিতা' নির্বাচিত কবিতা' ইত্যাদি।


Related Question

"এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধবমুখী কৃষ্ণচূড়ার নীচে সেখানে আমি কাঁদতে আসিনি" এর রচয়িতা -----

জহির রায়হান

গাফ্‌ফার চৌধুরী

শামসুর রাহমান

মাহবুব-উল-আলম চৌধুরী

"আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি" আমাদের জাতীয় সংগীতের রচয়িতা কে?

রবীন্দ্রনাথ ঠাকুর

কাজী নজরুল ইসলাম

জসীমউদ্‌দীন

মাহবুব-উল-আলম চৌধুরী

বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কোথায় চাকরি/কাজ করতেন?

বিমানবাহিনী

নৌ-বাহিনী

সেনাবাহিনী

কোন বাহিনীতে নয়

' আকাশে তো আমি রাখিনাই মোর উড়িবার ইতিহাস।' ----এই বাক্যে ' আকাশে' শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?

কর্তৃকারকে সপ্তমী

কর্মকারকে সপ্তমী

অপাদান কারকে তৃতীয়া

অধিকরণ কারকে সপ্তমী

‘আমার গানের মালা আমি করব কারে দান’- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

করণে সপ্তমী

কর্মে সপ্তমী

কর্তায় সপ্তমী

অপাদানে সপ্তমী

' সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি'----এই চরণদ্বয়ের লেখক ------

রবীন্দ্রনাথ ঠাকুর

কুসুমকুমারী দাস

মদনমোহন তর্কালঙ্কার

কৃষ্ণচন্দ্র মজুমদার