সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে ------
আলফা রশ্মি
বিটা রশ্মি
গামা রশ্মি
রঞ্জন রশ্মি
Description (বিবরণ) :
প্রশ্ন: সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে ------
ব্যাখ্যা:
তরঙ্গের মধ্যে সমদশায় কম্পনশীল দুটি কণিকার ন্যূনতম দূরত্ব হলো তরঙ্গদৈর্ঘ্য। তেজস্ক্রিয় পদার্থ থেকে উচ্চভেদন ক্ষমতাসম্পন্ন আফলা , বিটা ও গামা রশ্মি বিকিরিত হয়। এদের মধ্যে আলফা ও বিটা রশ্মি হচ্ছে মূলত যথাক্রমে ধনাত্মক ও ঋণাত্মক চার্জযুক্ত কণা, কোনো তরঙ্গ নয় ; ফলে এদের কোনো তরঙ্গ দৈর্ঘ্য নেই। অপরদিকে গামা রশ্মি হচ্ছে তড়িৎ চৌম্বক তরঙ্গ যার তরঙ্গ দৈর্ঘ্য 1011 মিটারের কম। আবার রঞ্জন রশ্মিও এক ধরনের তড়িত ধরনের তড়িত চৌম্বক তরঙ্গ এবং এর তরঙ্গ দৈর্ঘ্য 1011 মিটার থেকে 10 - 8 মিটারের মধ্যে, যা গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় বেশি।
Related Question
কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে নিচের কোন মাধ্যমটি সর্বাপেক্ষা দ্রুত তথ্য পরিবহনে সক্ষম?
কো এক্সিয়াল কেবল
ফাইবার অপটিক কেবল
টুইস্টেড পেয়ার কেবল
আর জে ৪৫ কানেক্টর
কোন প্রকার মাটি চাষের জন্য সর্বাপেক্ষা উপযোগী?
বেলে
দোঁআশ
এঁটেল
কংকর
কোন মাধ্যমে শব্দের গতি সর্বাপেক্ষা কম?
শূন্যতায়
কঠিন পদার্থে
তরল পদার্থে
বায়বীয় পদার্থে
পৃথিবীর সর্বাপেক্ষা বেশি গম উৎপাদনকারী দেশ কোনটি?
অস্ট্রেলিয়া
কানাডা
যুক্তরাষ্ট্র
চীন
সর্বাপেক্ষা হালকা গ্যাস ----
অক্সিজেন
হাইড্রোজেন
র্যাডন
নাইট্রোজেন
'Global Terrorism Index' ২০১৪ অনুযায়ী বিশ্বে সর্বাপেক্ষা ঝুঁকিপূর্ণ রাষ্ট্র ----
সিরিয়া
সুদান
ইরাক
সোমালিয়া