কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে নিচের কোন মাধ্যমটি সর্বাপেক্ষা দ্রুত তথ্য পরিবহনে সক্ষম?
কো এক্সিয়াল কেবল
ফাইবার অপটিক কেবল
টুইস্টেড পেয়ার কেবল
আর জে ৪৫ কানেক্টর
Description (বিবরণ) :
প্রশ্ন: কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে নিচের কোন মাধ্যমটি সর্বাপেক্ষা দ্রুত তথ্য পরিবহনে সক্ষম?
ব্যাখ্যা:
সাধারণত স্বল্প ও বৃহত্তর পরিসরে ডেটা বা তথ্য পরিবহনে কো - এক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, ফাইবার অপটিক কেবল ইত্যাদি বেল ব্যবহৃত হয়। এর মধ্যে ফাইবার অপটিক কেবলই সবচেয়ে দ্রুত তথ্য পরিবহন করতে পারে। কো - এক্সিয়াল কেবলের সর্বোচ্চ ডেটা ট্রান্সফার রেট সর্বোচ্চ 10 Mbps (Megabits per second) । একইভাবে, টুইস্টেড পেয়ারকেবলের রেট সর্বোচ্চ 1000 Mbps এবং ফাইবার অপটিক কেবলের রেট সর্বোচ্চ 2 Gbps (Gegabits per second) ।
Related Question
কম্পিউটারের সফটওয়্যার বলতে বুঝানো হয় -----
এর প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল
তথ্য দেয়া ও তথ্য নেয়ার অংশ বিশেষ
যেসব অংশ মুদ্রায়িত অবস্থায় থাকে
কম্পিউটার তৈরির নকশা
কোন বিষয়ের সঙ্গে কম্পিউটার সম্পৃক্ত?
ফ্যাক্স
ই-মেইল
টেলিগ্রাফ
টেলিভিশন
বিভিন্ন কম্পিউটারের মধ্যে সংযোগের জন্য যে জ্যামিতিক সন্নিবেশ করা হয় তাকে বলে-
মারফোলজি
টেকনোলজি
নিউরোলজি
টপোলজি
কম্পিউটারে GUI শব্দটির পুর্নরুপ কী?
Graphical User Instrument
Graphical Unified Interface
Graphical User Interface
Graphical Unified Instrument
কম্পিউটারের যে ডিস্কে সিস্টেম সফটওয়্যার থাকে তাকে বলে-
স্টার্ট আপ ডিস্ক
ডিস্ক কম্প্যাক্ট ডিস্ক
হাইডেনসিটি ডিস্ক
ম্যাগনেটিক ডিস্ক