বিলিরুবিন তৈরি হয় -----
পিত্তথলিতে
কিডনীতে
প্লীহায়
যকৃতে
Description (বিবরণ) :
প্রশ্ন: বিলিরুবিন তৈরি হয় -----
ব্যাখ্যা: বিলিরুবিন হচ্ছে পিত্তরসের কমলা রঙের প্রধান রঞ্জক পদার্থ। হিমোগ্লোবিনের প্রধান দুটি উপাদান - প্রোটিন অংশ গ্লােবিন ও লৌহযুক্ত অংশ হিম (heme)। হিম ভেঙে শেষ পর্যন্ত বিলিরুবিনের পরিণত হয়। পিত্তের বর্ণের জন্য দায়ী বিলিরুবিন। বিলিরুবিন তৈরি হয় প্লীহায়। রক্তে বিলিরুবিনের স্বাভাবিক মাত্রা ০.২ - ০.৮ মিগ্রাম/ডেসিলিটার। রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যাওয়াকে জন্ডিস বা পাণ্ডুরোগ বলে।
Related Question
বিলিরুবিন তৈরি হয়--
কিডনিতে
যকৃতে
প্লীহাতে
পিত্তথলিতে
বিলিরুবিন তৈরি হয়--
কিডনীতে
যকৃতে
পিত্তথলিতে
প্লিহায়
বিলিরুবিন তৈরি হয়--
পিত্তথলিতে
কিডনিতে
প্লীহায়
যকৃতে
বিলিরুবিন তৈরি হয়-
পিওথলিতে
কিডিনতে
প্লীহায়
যকৃতে
বিলিরুবিন কোথায় তৈরি হয়?
রক্তে
কিডনীতে
লিভারে
অস্থিতে
রক্তে বিলিরুবিন বেড়ে গেলে কি হয়?
Anemia
Cynosis
Jaundice
Clubbing