রাসায়নিক অস্ত্র চুক্তি নুমো (Chemical Weapons Convention) কোন সালে স্বাক্ষরিত হয়?

১৯৯০

১৯৯৩

১৯৯৬

১৯৯৯


Description (বিবরণ) :

প্রশ্ন: রাসায়নিক অস্ত্র চুক্তি নুমো (Chemical Weapons Convention) কোন সালে স্বাক্ষরিত হয়?

ব্যাখ্যা: ১৯৯৩ সালে রাসায়নিক অস্ত্র কনভেনশন (Chemical Weapons Convention) স্বাক্ষরিত হয়। এ চুক্তিতে রাসায়নিক অস্ত্রের উন্নয়ন ,উৎপাদান, মজুদ ও ব্যবহার নিষিদ্ধ করা ও এসব ধ্বংস করার ব্যবস্থা রয়েছে। এই চুক্তি ১৯৯৭ সালে থেকে কার্যকর করা হয়েছে।


Related Question

টেস্টিং সল্ট-এর রাসায়নিক নাম কি?

সোডিয়াম বাইকার্বোনেট

মনোসোডিয়াম গ্লুটামেট

পটাশিয়াম বাইকার্বোনেট

সোডিয়াম মনোগ্লুটামেট

রাসায়নিক অগ্নিনির্বাপক কাজ করে অগ্নিতে ------

প্রচুর পরিমাণ অক্সিজেন সরবরাহ করে

অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে

নাইট্রোজেন সরবরাহ করে

হাইড্রোজেন সরবরাহ করে