রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি?

একরাত্রি

নষ্টনীড়

ক্ষুধিত পাষাণ

মধ্যবর্তিনী


Description (বিবরণ) :

প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি?

ব্যাখ্যা: অতিপ্রাকৃত শব্দের অর্থ অলৌকিক, অনৈসর্গিক, supernatural । রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পগুলোর বিষয়বস্তুর দিকে লক্ষ্য করলে দেখা যায় , তার গল্পে প্রেম, সামাজিক জীবনে সম্পর্ক বৈচিত্র্য, প্রকৃতির সঙ্গে মানবমনের নিগূঢ় অন্তরঙ্গযোগ ও অতিপ্রাকৃতের স্পর্শ। তার অতিপ্রাকৃত গল্পগুলো হলো - 'গুপ্তধন' 'জীবিত' ও মৃত' মণিহারা' ক্ষুধিত পাষাণ" 'নিশীথে' সম্পত্তি সমর্পণ' প্রভৃতি। অন্যদিকে 'একরাত্রি' নষ্টনীড় ' ও মধ্যবর্তিনী তার রচিত প্রেমবিষয়ক গল্প।


Related Question

'শেষের কবিতা' রবীন্দ্রনাথ রচিত-----

কবিতার নাম

গল্প সংকলনের নাম

উপন্যাসের নাম

কাব্য সংকলনের নাম

রবীন্দ্রনাথ নোবেল পুরষ্কার পান-

১৯১৩ সালে

১৯০১ সালে

১৯৩০ সালে

১৯৪১ সালে

রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুস্কারর লাভ করেন--

১৯০৫ সালে

১৯১৩ সালে

১৯২৩ সালে

১৯২৫ সালে