আধুনিক বানানবিধি অনুসারে নিচের কোন বানানটি অশুদ্ধ?
জাপানি
বিহারি
বাংলাদেশী
বর্মি
Description (বিবরণ) :
প্রশ্ন: আধুনিক বানানবিধি অনুসারে নিচের কোন বানানটি অশুদ্ধ?
ব্যাখ্যা:
আধুনিক বাংলা বিধি অনুসারে'ভাষা ও জাতি' সমূহের বানানে' হ্রস্ব ই - কার' হবে। যেমন - বাঙালি, বাংলাদেশি, জাপানি, ইংরেজ, জার্মানি, বর্মি, ইরানি।
Related Question
আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতুনির্মিত অক্ষরের প্রয়োজন ফুরাবার বড় কারণ----
কম্পিউটার
অফসেট পদ্ধতিতে
ফটোলিথোগ্রাফী
প্রসেস ক্যামেরা
আধুনিক কম্পিউটারের জনক কে?
উইলবার রাইট
চার্লস ব্যাবেজ
টিম বার্নার্স লী
জন বেয়ার্ড
আধুনিক অলিম্পিকের প্রবর্তক বা জনক -----
বেডেন পাওয়েল
ব্যারন পিয়ারে দ্য কুবার্তা
প্যারেজ দ্য কুয়েলার
জুয়ান এন্টনিও সামারাঞ্চ
বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (আধুনিক) কারা রচনা করেন?
ড. মুহাম্মদ শহীদুল্লাহ ও সৈয়দ আলী আহসান
ড. মুহাম্মদ শহীদুল্লাহ ও মুহম্মদ আব্দুল হাই
মুহম্মদ আব্দুল হাই, আনিসুজ্জামান ও আনোয়ার পাশা
মুহম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান
বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে অগ্রণী ভূমিকা পালন করেন?
সৈয়দ আমীর আলী
নওয়াব আবদুল লতিফ
নওয়াব স্যার সলিমুল্লাহ
স্যার সৈয়দ আহমেদ খান
লন্ডনে সর্বপ্রথম কত সালে আধুনিক সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়?
১৮৩০ সালে
১৮৩২ সালে
১৮৩৫ সালে
১৮৩৭ সালে