কোন কবি পঞ্চাপান্ডবদের একজন?
সমরসেন
বুদ্ধদেব বসু
মোহিতলাল মজুমদার
জসীমউদ্দীন
Description (বিবরণ) :
প্রশ্ন: কোন কবি পঞ্চাপান্ডবদের একজন?
ব্যাখ্যা: বাংলা ভাষায় যারা আধুনিক কবিতা সৃষ্টি করেছিলেন, তাদের মধ্যে পাঁচ জন কবি প্রধান। এ পাঁচ জন কবিকে বাংলা সাহিত্যে পঞ্চপাণ্ডব বলা হয়। তারা হলেন - বুদ্ধদেব বসু (১৯০৮ - ১৯৭৪) , জীবনানন্দ দাশ (১৮৯৯ - ১৯৫৪) , সুধীন্দ্রনাথ দত্ত (১৯০১ - ১৯৬০), বিষ্ণু দে (১৯০৯ - ১৯৮২) ও অমিয় চক্রবর্তী (১৯০১ - ১৯৮৭) । এছাড়া আধুনিক কবিতার বিকাশে প্রেমেন্দ্র মিত্রও (১৯০৪ - ১৯৮৮) সাহায্য করেছিলেন।
Related Question
"সঞ্চিতা" কোন কবির কাব্য সংকলন?
রবীন্দ্রনাথ ঠাকুর
মধুসূদন দত্ত
কাজী নজরুল ইসলাম
সত্যেন্দ্রনাথ দত্ত
বাংলা সাহিত্যের কোন কবিকে বলা হয় "ভোরের পাখি"?
ঈশ্বরচন্দ্র গুপ্ত
ভারতচন্দ্র
কানাহরি দত্ত
বিহারীলাল চক্রবর্তী
'ইউসুফ জুলেখা' কাব্য কোন কবির রচনা?
শাহ মুহম্মদ সগীর
আলাওল
সৈয়দ সুলতান
সুলতান মুহম্মদ কবীর
‘সঞ্চিতা’ কোন কবির কাব্য সংকলন?
রবীন্দ্রনাথ ঠাকুর
জীবনানন্দ দাশ
কাজী নজরুল ইসলাম
কবি জসীমউদদীন
'সঞ্চয়িতা' কোন কবির কাব্য সংকলন ?
রবীন্দ্রনাথ ঠাকুর
সত্যেন্দ্রনাথ দত্ত
কাজী নজরুল ইসলাম
জসীমউম্দীন
কোন কবিতা রচনার কারণে নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল?
বিদ্রোহী
আনন্দময়ীর আগমনে
কাণ্ডারী হুশিয়ার
অগ্রপথিক