প্রতি বছর অক্টোবর মাসের কোন দিনে 'বিশ্ব বসতি দিবস' পালিত হয়?

প্রথম সোমবার

প্রথম মঙ্গলবার

প্রথম বুধবার

প্রথম বৃহস্পতিবার

কোনটিই নয়


Description (বিবরণ) :

প্রশ্ন: প্রতি বছর অক্টোবর মাসের কোন দিনে 'বিশ্ব বসতি দিবস' পালিত হয়?

ব্যাখ্যা: জাতিসংঘ কর্তৃক আনুষ্ঠানিকভাবে মনােনীত ‘বিশ্ব বসতি দিবস’ ১৯৮৬ সালে সর্বপ্রথম পালিত হয়। প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সােমবার দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে। এ দিবসের লক্ষ্য ও উদ্দেশ্য হলাে, রাষ্ট্রের শহরগুলােতে মৌলিক অধিকার সংশ্লিষ্ট পর্যাপ্ত আশ্রয় প্রতিফলিত করার মধ্য দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের বাসযােগ্য স্থান নিশ্চিত করতে সামষ্টিকভাবে দায়িত্ব পালন করা।


Related Question

প্রতি বছর অক্টোবর মাসের কোন দিন বিশ্ব প্রতিবেশ দিবস (World Habitat Day) পালিত হয়ে থাকে?

প্রথম সোমবার

দ্বিতীয় সোমবার

তৃতীয় সোমবার

চতুর্থ সোমবার

বিশ্ব তামাকমুক্ত দিবস প্রতিপালিত হয় প্রতি বছরের ----

৩১ জানুয়ারি

৩১ মার্চ

৩০ এপ্রিল

৩১ মে

প্রতি বছর অক্টোবর মাসের কোনদিন বিশ্ব প্রতিবেশ দিবস (World Habitat Day) পালিত হয়ে থাকে?

প্রথম রবিবার

প্রথম সোমবার

প্রথম মঙ্গলবার

প্রথম বুধবার

'বিশ্বনারী দিবস' পালিত হয় প্রতি বছর --

১ জানুয়ারি

১১ ফেব্রুয়ারি

৮ মার্চ

১৫ ডিসেম্বর