নিম্নরেখ শব্দের কারক ও বিভক্তি নির্ণয় করুন: "ভূতকে" আবার কিসের ভয়।
কালাধিকরণে ২য়া বিভক্তি
ভাবাধিকরণে ২য়া বিভক্তি
অপাদানে ২য়া বিভক্তি
কর্মে ২য় বিভক্তি
Description (বিবরণ) :
প্রশ্ন: নিম্নরেখ শব্দের কারক ও বিভক্তি নির্ণয় করুন: "ভূতকে" আবার কিসের ভয়।
ব্যাখ্যা: শীঘ্রই প্রশ্নের ব্যাখ্যা যোগ করা হবে!
Related Question
নিম্নরেখ কোন শব্দে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে?
ঘোড়াকে "চাবুক" মার
"ডাক্তার" ডাক
গাড়ি 'স্টেশন" ছেড়েছে
"মাষুলধারে" বৃষ্টি পড়ছে
আরেফ 'বই' পড়ে- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্মকারকে শূণন্য
করণকারকে শূন্য
সম্প্রদানকারকে শূন্য
অধিকরণকারকে শূন্য
‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন’। বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্মকারকে দ্বিতীয়
করণকারকে যষ্ঠী
অপাদান কারকে ষষ্ঠী
অধিকরণ কারকে ষষ্ঠী
শিশুগণ দেয় মন নিজ নিজ 'পাঠে’ বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?
অধিকরণে সপ্তমী
অপাদানে পঞ্চমী
কর্মে সপ্তমী
অধিকরণে পঞ্চমী
হৃদয় আমার নাচেরে 'আজিকে’ বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্তায় দ্বিতীয়া
অপাদানে পঞ্চমী
অধিকরণে দ্বিতীয়া
করণে তৃতীয়া
‘এমন ছেলে আর দেখিনি’- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্তায় শূন্য
কর্মে শূন্য
অপাদানে শূন্য
অধিকরণে শূন্য