কোনো স্থানের তাপমাত্রা বেড়ে গেলে কি হয়?
মেঘের সৃষ্টি হয়
নিম্মচাপ হয়
উচ্চচাপ হয়
চাপের পরিবর্তন হয় না
Description (বিবরণ) :
প্রশ্ন: কোনো স্থানের তাপমাত্রা বেড়ে গেলে কি হয়?
ব্যাখ্যা:
কোনো স্থানের তাপমাত্রা বেড়ে গেলে সেখানে উচ্চচাপ হয়
Related Question
কোনো স্থানের সময় সকাল ১১টা হলে তার ৬ ডিগ্রি পশ্চিমের স্থানে সময় হবে-
১১টা ২৪ মিনিট
১১টা ১২ মিনিট
১০টা ৩৬ মিনিট
১০টা ৪৮ মিনিট
কোনো স্থানের সূর্য যখন মাথার ওপর থাকে তখন ঐ স্থানের সময় কত ধরা হয়?
দুপুর ১২ টা
দুপুর ১২ টা ৩০ মিনিট
দুপুর ১ টা ৩০ মিনিট
দুপুর ১টা
মূল মধ্যরেখা থেকে পূর্ব-পশ্চিমে কোনো স্থানের কৌণিক দূরত্বকে ঐ স্থানের কি বলে?
দেশান্তর
অক্ষাংশ
ডিগ্রি
সমকোণ