ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য ?
জিঞ্জিরা
সাত সাগরের মাঝি
দিলরুবা
নুরনামা
Description (বিবরণ) :
প্রশ্ন: ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য ?
ব্যাখ্যা:
‘জিঞ্জির’ (১৯২৮) কাজী নজরুল ইসলামের জীবনীমূলক বিদ্রোহী কাব্য। ‘সাত সাগরের মাঝি’ (১৯৪৪) ফররুখ আহমদের ইসলামের ইতিহাস ও ঐতিহ্য সম্বলিত কাব্য। ‘দিলরুবা’ (১৯৩৩) আবদুল কাদির রচিত প্রেমপ্রধান কবিতা এবং ‘নূরনামা’ আবদুল হাকিমের বাংলা ভাষার গুণকীর্তনমূলক কাব্য।
Related Question
কাজী নজরুল ইসলামের "বিদ্রোহী" কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তুর্ভূক্ত?
অগ্নিবীণা
বিষের বাঁশী
ভাঙ্গার গান
প্রলয় শিখা
ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য?
জিঞ্জির-- কাজী নজরুল ইসলাম
সাত সাগরের মাঝি--ফররুখ আহমদ
দিলরুবা--আবদুল কাদির
নূরনামা--আবদুল হাকিম
কাজী নজরুল ইসলামের জন্ম ১৮৯৯ সালে আরেকজন কবিও একই বছরে জন্মগ্রহন করেন, তিনি কে?
কালিদাস রায়
জীবনানন্দ দাশ
সুকান্ত ভট্টাচার্য
বন্দে আলী মিয়া
কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
মৃত্যুক্ষুধা
আলেয়া
ঝিলিমিলি
মধুমালা
'বিদ্র্যেহী' কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
অগ্নিবীণা
বিষের বাঁশি
দোলন চাঁপা
বাঁধনহারা
নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?
রাজবন্দীর জবানবন্দী
ব্যথার দান
অগ্নিবীণা
নবযুগ