শৈবাল দীঘিরে কহে উচ্চ করি শির; লিখে রেখ এক বিন্দু দিলেম শিশির।' এ অংশটুকুর মূল প্রতিপাদ্য --

প্রতিদান

প্রত্যুপকার

অকৃতজ্ঞতা

অসিহিষ্ণুতা


Description (বিবরণ) :

প্রশ্ন: শৈবাল দীঘিরে কহে উচ্চ করি শির; লিখে রেখ এক বিন্দু দিলেম শিশির।' এ অংশটুকুর মূল প্রতিপাদ্য --

ব্যাখ্যা:

মানবসমাজ সত্যিই বিচিত্র। এখানে এমন কিছু লোক বাস করে যারা যত না উপকার করে তার চাইতেও বেশি তার প্রকাশ কামনা করে। উপকৃত ব্যক্তির কাছ থেকে নিত্য প্রশংসার জন্যই যেনতার তথাকথিত উপকার।

এখানে অকৃতজ্ঞতা প্রকাশের কথা বোঝায়েছেন।


Related Question