রবীন্দ্রনাথ ঠাকুরের 'নির্ঝরের স্বপ্নভঙ্গ' কবিতায় কবির উপলব্ধি হচ্ছে-

ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়

বাধা-নিপত্তি প্রতিভাকে অঙ্কুরেই বিনষ্ট করে

প্রকৃতি বিপুল ঐশ্বর্যের অধিকারী

ভাঙ্গার পরই গড়ার কাজ শুরু হয়


Description (বিবরণ) :

প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুরের 'নির্ঝরের স্বপ্নভঙ্গ' কবিতায় কবির উপলব্ধি হচ্ছে-

ব্যাখ্যা:

মনে করি, লোকটি A বিন্দু থেকে ১২ কিমি উত্তরে B বিন্দুতে যাওয়ার পর ঠিক পূবদিকে ৫ কিমি গিয়ে C বিন্দুতে পৌঁছে। এক্ষেত্রে ABC সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাত হচ্ছে ৫ঃ১২ঃ১৩। সুতরাং AC এর দূরত্ব হবে ১৩ কিমি।


Related Question

'শেষের কবিতা' রবীন্দ্রনাথ রচিত-----

কবিতার নাম

গল্প সংকলনের নাম

উপন্যাসের নাম

কাব্য সংকলনের নাম

রবীন্দ্রনাথ নোবেল পুরষ্কার পান-

১৯১৩ সালে

১৯০১ সালে

১৯৩০ সালে

১৯৪১ সালে

রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুস্কারর লাভ করেন--

১৯০৫ সালে

১৯১৩ সালে

১৯২৩ সালে

১৯২৫ সালে