নবায়নযোগ্য জ্বালানি কোনটি?

পরমাণু শক্তি

কয়লা

পেট্রোল

প্রাকৃতিক গ্যাস


Description (বিবরণ) :

প্রশ্ন: নবায়নযোগ্য জ্বালানি কোনটি?

ব্যাখ্যা:

নবায়নযোগ্য জ্বালানি বা রিনিউয়েবল এনার্জি হলো এমন শক্তির উৎস যা স্বল্প সময়ের ব্যবধানে পুনরায় ব্যবহার করা যায় এবং এর ফলে শক্তির উৎসটি নিঃশেষ হয়ে যায় না বিভিন্ন প্রাকৃতিক উৎস যেমন: সূর্যের আলো তাপ, বায়ু প্রবাহ, জলপ্রবাহ, জৈব শক্তি ( বায়োগ্যাস, বায়োম্যাস, বায়োফুয়েল), ভূ - তাপ, সমুদ্র তরঙ্গ, সমুদ্র - তাপ, জোয়ার - ভাটা, শহুরে আবর্জনা, হাইড্রোজেন ফুয়েল সেল ইত্যাদি নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে বিবেচিত হয়


Related Question

নবায়নযোগ্য শক্তি উৎসের একটি উদাহরণ হলো-----

পারমাণবিক জ্বালানি

পীট কয়লা

ফুয়েল সেল

সূর্য

নবায়নযোগ্য জ্বালানি কি?

কয়লা

পরমানু শক্তি

প্রাকৃতিক গ্যাস

অকটেন

কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস?

সূর্যরশ্মি

পীট কয়লা

পেট্রোল

প্রাকৃতিক গ্যাস

নবায়নযোগ্য জ্বালানী কোনটি?

পরমাণু শক্তি

কয়লা

পেট্রোল

প্রাকৃতিক গ্যাস

কোনটি অফুরন্ত নবায়নযোগ্য সম্পদ ?

মাটি

পানি

খাদ্য

গ্যাস

নবায়নযোগ্য জ্বালানি কোনটি?

পেট্রোল

কয়লা

প্রাকৃতিক গ্যাস

পরমাণু শক্তি