নবায়নযোগ্য শক্তি উৎসের একটি উদাহরণ হলো-----

পারমাণবিক জ্বালানি

পীট কয়লা

ফুয়েল সেল

সূর্য


Description (বিবরণ) :

প্রশ্ন: নবায়নযোগ্য শক্তি উৎসের একটি উদাহরণ হলো-----

ব্যাখ্যা:

সূর্য থেকে প্রতিনিয়ত যে পরিমাণ শক্তি পৃথিবীতে এসে পৌঁছায় তা সূর্যের উৎপন্ন শক্তির দুই শত কোটি ভাগের এক ভাগ মাত্র। এই সৌরশক্তির অফুরন্ত ভাণ্ডার আমাদের প্রতিদিনের নানারকম কাজের চাহিদা মেটায়। বর্তমানে সৌরশক্তিকে ব্যবহার করে বাষ্প উৎপাদনের মাধ্যমে টারবাইন ও জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এ ছাড়া রান্নার কাজে সৌরচুল্লি ব্যবহার করা হয়ে থাকে। এই সৌরশক্তি বারবার ব্যবহার করা যাবে। কখনোই শেষ হবে না। তাই সৌর শক্তিকে নবায়নযোগ্য শক্তি বলা হয়। পৃথিবীতে প্রায় 99.97% শক্তির উৎস হলো সুর্য। সুর্যই সকল শক্তির মুল উৎস।


Related Question

নবায়নযোগ্য জ্বালানি কি?

কয়লা

পরমানু শক্তি

প্রাকৃতিক গ্যাস

অকটেন

নবায়নযোগ্য জ্বালানি কোনটি?

পরমাণু শক্তি

কয়লা

পেট্রোল

প্রাকৃতিক গ্যাস

কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস?

সূর্যরশ্মি

পীট কয়লা

পেট্রোল

প্রাকৃতিক গ্যাস

নবায়নযোগ্য জ্বালানী কোনটি?

পরমাণু শক্তি

কয়লা

পেট্রোল

প্রাকৃতিক গ্যাস

কোনটি অফুরন্ত নবায়নযোগ্য সম্পদ ?

মাটি

পানি

খাদ্য

গ্যাস

নবায়নযোগ্য জ্বালানি কোনটি?

পেট্রোল

কয়লা

প্রাকৃতিক গ্যাস

পরমাণু শক্তি