মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ কী?

বিদ্যাবুদ্ধি

ধন-সম্পদ

আখলাক

সুনাম-সূখ্যাতি


Description (বিবরণ) :

প্রশ্ন: মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ কী?

ব্যাখ্যা:

আখলাক হচ্ছে আচরণের রীতি - নীতির সমষ্টি, যা মানুষের আচরণকে নিয়ন্ত্রিত সংহত করে এবং যাকে চিন্তা আচরণের ক্ষেত্রে মানুষের অনুসরণ করা উচিতআল্লাহর কাছে ব্যক্তি সর্বোত্তম হবে যে তার নিজ চরিত্রকে সুন্দর করে ব্যাপারে হাদীসে এসেছে, আব্দুল্লাহ বিন আমর (রাঃ) হতে বর্ণিত, রাসূল(সাঃ) বলেন,

তোমাদের মধ্যে ব্যক্তিসর্বোত্তম, যে চরিত্রে দিক দিয়ে সুন্দর হয়” [বুখারী, মুসলিম]

মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ আখলাক


Related Question

' মানবজীবন', 'মহৎজীবন', 'উন্নতজীবন'- প্রভৃতি গ্রন্থের রচয়িতা- ---

এস ওয়াজেদ আলী

এয়াকুব আলী চৌধুরী

মোঃ লুৎফর রহমান

মোঃ ওয়াজেদ আলী

মানবদেহে কতটি হাড় আছে?

২০০

২০৮

২০৬

৩০৬

মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কাল কতদিন?

৭ দিন

৩০ দিন

১২০ দিন

১৮০ দিন

দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে?

কার্বন ডাইঅক্সাইড

কার্বন মনোক্সাইড

নাইট্রিক অক্সাইড

সালফার ডাইঅক্সাইড