ইসলামের দৃষ্টিতে নারী পুরুষ একে অপরের-
প্রতিযোগী
সহযোগী
কল্যাণকামী
সহায়ক
Description (বিবরণ) :
প্রশ্ন: ইসলামের দৃষ্টিতে নারী পুরুষ একে অপরের-
ব্যাখ্যা:
ইসলাম মনে করে, নারী ও পুরুষ অখণ্ড মানব সমাজের দু’টি অপরিহার্য অঙ্গ। পুরুষ মানব সমাজের একটি অংশের প্রতিনিধিত্ব করলে, আরেকটি অংশের প্রতিনিধিত্ব করেন নারী। নারীকে উপেক্ষা করে মানবতার জন্য যে কর্মসূচী তৈরি হবে তা হবে অসম্পূর্ণ। আল কোরআনের দৃষ্টিতে নারীর মর্যাদা
إِنَّ الْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ وَالْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْقَانِتِينَ وَالْقَانِتَاتِ وَالصَّادِقِينَ وَالصَّادِقَاتِ وَالصَّابِرِينَ وَالصَّابِرَاتِ وَالْخَاشِعِينَ وَالْخَاشِعَاتِ وَالْمُتَصَدِّقِينَ وَالْمُتَصَدِّقَاتِ وَالصَّائِمِينَ وَالصَّائِمَاتِ وَالْحَافِظِينَ فُرُوجَهُمْ وَالْحَافِظَاتِ وَالذَّاكِرِينَ اللَّـهَ كَثِيرًا وَالذَّاكِرَاتِ أَعَدَّ اللَّـهُ لَهُم مَّغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا
নিশ্চয়ই মুসলমান পুরুষ ও মুসলমান নারী, ঈমানদার পুরুষ ও ঈমানদার নারী, অনুগত পুরুষ ও নারী, ইবাদতকারী পুরুষ ও নারী, সত্যবাদী পুরুষ ও নারী, ধৈর্য্যশীল পুরুষ ও নারী, খোদাভীরুপুরুষ ও নারী, ছদকা দানকারী পুরুষ ও নারী, রোযাদার পুরুষ ও নারিগণ এবং যে সকল পুরুষ ও নারী তাদের লজ্জাস্থানের হেফাজত করে এবং যে সকল পুরুষ ও নারী আল্লাহকে অধিক স্মরণ করে, তাদের সকলের জন্যেই আল্লাহ তা’য়ালার কাছে রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার। (সূরা আহযাব - ৩৫। )
এই পবিত্র আয়াতে, পুরুষ ও নারীকে পাশা - পাশি উল্লেখ করা হয়েছে। আল্লাহ্ তা’য়ালা পুরস্কার দান ও ক্ষমা করার ব্যাপারে তাদের মধ্যে কোন পার্থক্য করেন নি।
Related Question
কাজী নজরুল ইসলামের "বিদ্রোহী" কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তুর্ভূক্ত?
অগ্নিবীণা
বিষের বাঁশী
ভাঙ্গার গান
প্রলয় শিখা
ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য?
জিঞ্জির-- কাজী নজরুল ইসলাম
সাত সাগরের মাঝি--ফররুখ আহমদ
দিলরুবা--আবদুল কাদির
নূরনামা--আবদুল হাকিম
কাজী নজরুল ইসলামের জন্ম ১৮৯৯ সালে আরেকজন কবিও একই বছরে জন্মগ্রহন করেন, তিনি কে?
কালিদাস রায়
জীবনানন্দ দাশ
সুকান্ত ভট্টাচার্য
বন্দে আলী মিয়া
কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
মৃত্যুক্ষুধা
আলেয়া
ঝিলিমিলি
মধুমালা
'বিদ্র্যেহী' কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
অগ্নিবীণা
বিষের বাঁশি
দোলন চাঁপা
বাঁধনহারা
নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?
রাজবন্দীর জবানবন্দী
ব্যথার দান
অগ্নিবীণা
নবযুগ