ষড়ঋতু শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ ----

ষ্‌ট + ঋতু

ষড় + ঋতু

ষড়ঃ + ঋতু

ষষ্ঠ + ঋতু


Description (বিবরণ) :

প্রশ্ন: ষড়ঋতু শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ ----

ব্যাখ্যা:

ক, চ, ট, ত, প এর পরে স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে গ্, জ্, দ্, ব্ হয়।

পরবর্তী স্বরধ্বনিটি পূর্ববর্তী ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত হয়।

যেমন - ষট্ + ঋতু = ষড়ঋতু।