ষড়ঋতু শব্দের সন্ধি বিচ্ছদ কোনটি?

ষড়+ঋতু

ষড়‌্+ঋতু

ষট+ ঋতু

ষট্+ ঋতু


Description (বিবরণ) :

প্রশ্ন: ষড়ঋতু শব্দের সন্ধি বিচ্ছদ কোনটি?

ব্যাখ্যা:

ক, চ, ট, ত, প থাকলে এবং তাদের পরে স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে গ, জ, ড (ড়), দ, ব হয়।

অর্থাৎ অঘোষ অল্পপ্রাণ ধ্বনির (ক, চ, ট, ত, প) পরে স্বরধ্বনি থাকলে সেগুলো ঘোষ অল্পপ্রাণ ধ্বনি (গ, জ, ড (ড়), দ, ব) হয়ে যায়।
অর্থাৎ কোনো বর্গের প্রথম ধ্বনির (ক, চ, ট, ত, প) পরে স্বরধ্বনি থাকলে সেগুলো সেই বর্গের তৃতীয় ধ্বনি (গ, জ, ড (ড়), দ, ব) হয়ে যায়। যেমন -

ক্ + অ = গ + অ

দিক্ + অন্ত = দিগন্ত

ক্ + আ = গ + আ

বাক্ + আড়ম্বর = বাগাড়ম্বর

ক্ + ঈ = গ + ঈ

বাক্ + ঈশ = বাগীশ

চ্ + অ = জ + অ

ণিচ্ + অন্ত = ণিজন্ত

ট্ + আ = ড + আ

ষট্ + আনন = ষড়ানন

ত্ + অ = দ + অ

তৎ + অবধি = তদবধি

কৃৎ + অন্ত = কৃদন্ত

ত্ + আ = দ + আ

সৎ + আনন্দ = সদানন্দ

ত্ + ই = দ + ই

জগৎ + ইন্দ্র = জগদিন্দ্র

ত্ + উ = দ + উ

সৎ + উপায় = সদুপায়

সৎ + উপদেশ = সদুপদেশ