' কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ?' ---- কার লেখা?
কৃষ্ণচন্দ্র মজুমদার
ঈশ্বরচন্দ্র গুপ্ত
কামিনী রায়
যতীন্দ্রমোহন বাগচী
Description (বিবরণ) :
প্রশ্ন: ' কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ?' ---- কার লেখা?
ব্যাখ্যা: কৃষ্ণচন্দ্র মজুমদারের বিখ্যাত কাব্যগ্রন্থ 'সদ্ভাবশতক' । তার রচিত উল্লেখ্যযোগ্য পঙক্তিগুলো হলো - (i) কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ ? (ii) যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি । (iii) চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে?
Related Question
দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হলে হাইভোল্টেজ ব্যবহার করার কারণ-----
এতে বিদ্যুতের অপচয় কম হয়
এতে কমে গিয়েও প্রয়োজনীয় ভোল্টেজ বজায় থাকে
অধিক বিদ্যুৎ প্রবাহ পাওয়া যায়
প্রয়োজনমতো ভোল্টেজ কমিয়ে ব্যবহার করা যায়
শাত-ইল-আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম -------
দামেস্ক চুক্তি
আলজিয়ার্স চুক্তি
কায়রো চুক্তি
বৈরুত চুক্তি
ছাতার কাপড়ের রং সাধারণত কালো হয় কেন?
ভালো লাগে তাই
ময়লা হয়না তাই
কালো রং তাপ শোষণ করে বলে
কোনটাই নয়
বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি?
এক
দুই
তিন
চার
আকাশ নীল দেখায় কেন?
নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলে
নীল সমুদ্রের প্রতিফলনের ফলে
নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে
নীল আলোর প্রতিফলন বেশি বলে
নিত্য ব্যবহার্য বহু ' এরোসোলের' কৌটায় এখন লেখা থাকে 'সিএফসি' বিহীন। সিএফসি গ্যাস কেন ক্ষতিকারক?
ফুসফুসে রোগ সৃষ্টি করে
গ্রিন হাউজ ইফেক্টে অবদান রাখে
ওজোনস্তরে ফুটো সৃষ্টি করে
দাহ্য বলে অগ্নিকাণ্ডের সম্ভাবনা ঘটায়