মীর মোশাররফ হোসেন রচিত গ্রন্থ কোনটি?
হোতেম প্যাঁচার নকসা
আলালের ঘরের দুলাল
কমলাকান্তের দপ্তর
উদাসীন পথিকের মনের কথা
Description (বিবরণ) :
প্রশ্ন: মীর মোশাররফ হোসেন রচিত গ্রন্থ কোনটি?
ব্যাখ্যা:
সৈয়দ মীর মশাররফ হোসেন (নভেম্বর ১৩, ১৮৪৭ - ডিসেম্বর ১৯, ১৯১১) ছিলেন একজন বাঙালি ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক। তিনি বাংলা ভাষার অন্যতম প্রধান গদ্যশিল্পী ও বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ। কারবালার যুদ্ধকে উপজীব্য করে রচিত বিষাদ সিন্ধু তার সবচেয়ে জনপ্রিয় সাহিত্যকর্ম।
Related Question
মীর মোশাররফ হোসেনের প্রথম গ্রন্থ কোনটি?
জমিদার দর্পণ
বসন্তকুমারী
রত্নবতী
বিষাদসিন্দু