মীর মোশাররফ হোসেনের প্রথম গ্রন্থ কোনটি?
জমিদার দর্পণ
বসন্তকুমারী
রত্নবতী
বিষাদসিন্দু
Description (বিবরণ) :
প্রশ্ন: মীর মোশাররফ হোসেনের প্রথম গ্রন্থ কোনটি?
ব্যাখ্যা:
মীর মশাররফ হোসেন রচিত উল্লিখিত গ্রন্থগুলোর মধ্যে প্রথম প্রকাশিত হয় রত্নবতী (১৮৬৯)। এছাড়া বসন্তকুমারী (নাটক, ১৮৭৩), জমিদার দর্পণ (নাটক, ১৮৭৩) এবং বিষাদ সিন্ধু (১৮৫৫ - ১৮৯১) তার উল্লেখযোগ্য গ্রন্থবলী।
Related Question
মীর মোশাররফ হোসেন রচিত গ্রন্থ কোনটি?
হোতেম প্যাঁচার নকসা
আলালের ঘরের দুলাল
কমলাকান্তের দপ্তর
উদাসীন পথিকের মনের কথা