' যার দুই হাত সমান চলে ' এক কথায় কি বলে?

সমান তালী

সব্যচাষি

সব্যসাচী

দু ' হাতি


Description (বিবরণ) :

প্রশ্ন: ' যার দুই হাত সমান চলে ' এক কথায় কি বলে?

ব্যাখ্যা:

যার দুই হাত সমান চলে/ উভয় হস্তে সমান ভাবে পারদর্শী, তাকে এক কথায় সব্যসাচী বলা হয়।


Related Question

"এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধবমুখী কৃষ্ণচূড়ার নীচে সেখানে আমি কাঁদতে আসিনি" এর রচয়িতা -----

জহির রায়হান

গাফ্‌ফার চৌধুরী

শামসুর রাহমান

মাহবুব-উল-আলম চৌধুরী

' নষ্ট হওয়ার স্বভাব যার' এক কথায় হবে ----

নিদাঘ

নশ্বর

নষ্টমান

বিনশ্বর

'গলায় গামছা যার ' -এটি কোন ধরনের বহুব্রীহি সমাসের ব্যাসবাক্য?

নিপাতনে সিদ্ধ বহুব্রীহি

অলুক বহুব্রীহি

ব্যতিহার বহুব্রীহি

ব্যাধিকরণ বহুব্রীহি

সামাজিকীকরণ হল একটি প্রক্রিয়া , যার মাধ্যমে-

সমাজের পরিবর্তন ঘটে

মানুষ সমাজের পূর্ণ সদস্য হয়

সমাজে উঁচু নিচু ভেদাভেদ হয় না

সমাজের চাহিদা পূরণ হয়

'মীনের মত অক্ষি যার'--- কোন সমাস?

সমানাধিকরণ বহুব্রীহি

ব্যতিহার বহুব্রীহি

অলুক বহুব্রীহি

মধ্যপদলোপী বহুব্রীহি

নষ্ট হওয়া সভাব যার- এক কথায় কি বলে ?

নশ্বর

অবিনশ্বর

নষ্ট স্বভাব

বিনষ্ট