'মোস্তফা চরিত' গ্রন্থের রচিয়তা কে?

মুহাম্মদ আবদুল হাই

মোহাম্মদ বরকত উল্লাহ

ড. মুহাম্মদ শহীদুল্লহ

মাওলানা আকরাম খাঁ


Description (বিবরণ) :

প্রশ্ন: 'মোস্তফা চরিত' গ্রন্থের রচিয়তা কে?

ব্যাখ্যা:

মাওলানা আকরাম খাঁর সাহিত্য কর্ম:

  • সমস্যা ও সমাধান [এই গ্রন্থে লেখকের ইসলামে নারীর মর্যাদা, সুদ সমস্যা, চিত্র (ছবি তোলা) সমস্যা, সঙ্গীত সমস্যা এই চারটি প্রবন্ধ সংকলিত হয়]
  • আমপারার বাংলা অনুবাদ
  • মোস্তফা - চরিত (বর্তমানে খোশরোজ কিতাব মহল হতে প্রকাশিত)
  • মোস্তফা - চরিতের বৈশিষ্ট্য
  • বাইবেলের নির্দেশ ও প্রচলিত খ্রীষ্টান ধর্ম
  • মোছলেম বঙ্গের সামাজিক ইতিহাস (ঐতিহ্য হতে প্রকাশিত)
  • তাফসীরুল কোরআন(১ - ৫ খণ্ড) (খোশরোজ কিতাব মহল হতে প্রকাশিত)
  • মুক্তি ও ইসলাম

Related Question

'মোস্তফা চরিত' গ্রন্থের রচয়িতা -----

মুহম্মদ আব্দুল হাই

মোঃ বরকতুল্লাহ

ড. মুহম্মদ শহীদুল্লাহ

মওলানা আকরম খাঁ

'মোস্তফা চরিত' এর লেখক কে?

গোলাম মোস্তফা

আকরম খাঁ

শিবলী নো'মানী

ইবনে হিশাম

মাওলানা আকরাম খাঁ রচিত ‘মোস্তফা চরিত ‘ গ্রন্থটি-

কাব্যগ্রন্থ

উপন্যাস

নাটক

সীরাতগ্রন্থ