'মোস্তফা চরিত' গ্রন্থের রচয়িতা -----
মুহম্মদ আব্দুল হাই
মোঃ বরকতুল্লাহ
ড. মুহম্মদ শহীদুল্লাহ
মওলানা আকরম খাঁ
Description (বিবরণ) :
প্রশ্ন: 'মোস্তফা চরিত' গ্রন্থের রচয়িতা -----
ব্যাখ্যা: ১৯৩৬ সালের অক্টোবর মাসে মওলানা আকরম দৈনিক আজাদ পত্রিকা প্রকাশ শুরু করেন। সেই সময় এটি একটি যুগান্তকারী পদক্ষেপ ছিল। মুসলিম লীগের সমর্থন যোগাতে এই বাংলা পত্রিকাটি সেই সময় বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে পত্রিকার বহু পুরনো সংখ্যা সংরক্ষিত আছে। সাহিত্য কর্ম: সমস্যা ও সমাধান [এই গ্রন্থে লেখকের ইসলামে নারীর মর্যাদা, সুদ সমস্যা, চিত্র (ছবি তোলা) সমস্যা, সঙ্গীত সমস্যা এই চারটি প্রবন্ধ সংকলিত হয়] আমপারার বাংলা অনুবাদ মোস্তফা - চরিত (বর্তমানে খোশরোজ কিতাব মহল হতে প্রকাশিত) মোস্তফা - চরিতের বৈশিষ্ট্য বাইবেলের নির্দেশ ও প্রচলিত খ্রীষ্টান ধর্ম মোছলেম বঙ্গের সামাজিক ইতিহাস (ঐতিহ্য হতে প্রকাশিত) তাফসীরুল কোরআন(১ - ৫ খণ্ড) (খোশরোজ কিতাব মহল হতে প্রকাশিত) মুক্তি ও ইসলাম[
Related Question
'মোস্তফা চরিত' গ্রন্থের রচিয়তা কে?
মুহাম্মদ আবদুল হাই
মোহাম্মদ বরকত উল্লাহ
ড. মুহাম্মদ শহীদুল্লহ
মাওলানা আকরাম খাঁ
'মোস্তফা চরিত' এর লেখক কে?
গোলাম মোস্তফা
আকরম খাঁ
শিবলী নো'মানী
ইবনে হিশাম
মাওলানা আকরাম খাঁ রচিত ‘মোস্তফা চরিত ‘ গ্রন্থটি-
কাব্যগ্রন্থ
উপন্যাস
নাটক
সীরাতগ্রন্থ