'শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই'- এখানে 'ভুঁই' কোন কারকে কোন বিভক্তি?

কর্মে ৭মী

করণে শূন্য

কর্মে শূন্য

অধিকরণে ৭মী


Description (বিবরণ) :

প্রশ্ন: 'শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই'- এখানে 'ভুঁই' কোন কারকে কোন বিভক্তি?

ব্যাখ্যা:

‘শুধু বিঘে দুই ছিল মোর ‘ভুঁই’ কর্ম কারকে শূন্য বিভক্তি। ক্রিয়াপদের সঙ্গে কর্মপদের সম্পর্ককে কর্মকারক বলে। কি/কাকে দিয়ে প্রশ্নের উত্তরে কর্মকারক পাওয়া যায়।


Related Question

' ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে,' বলেছেন----

রবীন্দ্রনাথ ঠাকুর

কাজী নজরুল ইসলাম

বলাইচাঁদ মুখোপাধ্যায়

প্রমথ চৌধুরী

কোনটির শুধু মাত্র স্ত্রীবাচক হয় ?

সন্তান

সৎমা

ঢাকী

ঘোষজা

'ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালিই পড়ে'-উক্তিটি করেছেন-

রবীন্দ্রনাথ ঠাকুর

প্রমথ চৌধুরী

দ্বিজেন্দ্রলাল রায়

‌বলাইচাঁদ মুখোপাধ্যায়