চর্যাপদ আবিষ্কার করেন__
ড. মুহাম্মদ শহীদুল্লাহ
বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ
হরপ্রসাদ শাস্ত্রী
ড. দীনেশচন্দ্র সেন
Description (বিবরণ) :
প্রশ্ন: চর্যাপদ আবিষ্কার করেন__
ব্যাখ্যা:
চর্যাপদ আবিষ্কার করেন__ হরপ্রসাদ শাস্ত্রী।
১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে চর্যার একটি খণ্ডিত পুঁথি উদ্ধার করেন।
পরবর্তীতে আচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায় ভাষাতাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে চর্যাপদের সঙ্গে বাংলা ভাষার অনস্বীকার্য যোগসূত্র বৈজ্ঞানিক যুক্তিসহ প্রতিষ্ঠিত করেন। চর্যাপদের প্রধান কবিগণ হলেন লুইপাদ, কাহ্নপাদ, ভুসুকুপাদ, শবরপাদ প্রমুখ।
Related Question
"চর্যাপদ" কোথা থেকে আবিষ্কৃত হয়েছে?
তিব্বত
বাংলাদেশ
নেপাল
ভারত
'চর্যাপদ' কোন ধর্মাবলম্বীদের সাহিত্য ?
সনাতন হিন্দু
সহজিয়া বৌদ্ধ
জৈন
হরিজ
কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়?
পাল
সেন
মুঘল
তুর্কী
'চর্যাপদ' প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?
বঙ্গীয় সাহিত্য পরিষদ
শ্রীরামপুর মিশন
এশিয়াটিক সোসাইটি
ফোর্ট উইলিয়াম কলেজ
বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন 'চর্যাপদ' --এর আবিষ্কারক----
ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ
ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়
হরপ্রসাদ শাস্ত্রী
ডক্টর সুকুমার সেন
চর্যাপদ কোথা থেকে আবিস্কৃত হয়?
নেপালের ধর্মশালা থেকে
বাকুড়ার এক গোয়াল ঘর থেকে
তিব্বতের ধর্মশালা থেকে
নেপালের রাজ গ্রন্থশালা