নিচের কোনটিতে সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয়?
WAN
Satellite Communication
MAN
TV রিমোর্ট কন্ট্রোলে
Description (বিবরণ) :
প্রশ্ন: নিচের কোনটিতে সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয়?
ব্যাখ্যা: যে সকল তড়িৎ চৌম্বক বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্যের সীমা ১ মাইক্রোমিটার থেকে ১ মিলিমিটার পর্যন্ত তাদের বলা হয় অবলোহিত বিকিরণ (Infrared)। এটি খালি চোখে দেখা যায় না। সাধারণত টিভি রিমোর্ট কন্ট্রোল, পিসির তারবিহীন কীবোর্ড ও মাউস ইত্যাদিতে এটি ব্যবহৃত হয়।
Related Question
নিচের কোনটিতে বিরামচিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি?
ডিসেম্বর ১৬, ১৯৭১
২৬ মার্চ, ১৯৭১
ঢাকা, ২১ ফেব্রুয়ারি ১৯৫২
পয়লা বৈশাখ, চৌদ্দশো সাত
ক্লাউড সার্ভার নিচের কোনটিতে সবচেয়ে ভালো বর্ণনা করা সম্ভব?
নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত একাধিক কম্পিউটার সার্ভার
একটি বিশাল ক্ষমতা সম্পন্ন কম্পিউটার সার্ভার
ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দেয়া
উপরের কোনোটিই নয়
বর্তমানে বাংলাদেশের নিচের কোনটিতে MICR Technology ব্যবহ্রত হচ্ছে?
জাতীয় পরিচয়পত্র
পাসপোর্ট
ব্যাংকের চেক বই
কোনোটিই নয়
নিচের কোনটিতে উপসর্গ যুক্ত হয়েছে?
গ্রহ
উপগ্রহ
তারা
চন্দ্রগ্রহণ
”মন্ডলী” যুক্ত করে সঠিক বহুবচন হয়েছে নিচের কোনটিতে?
সম্পাদকমন্ডলী
ভক্তমন্ডলী
কবিমন্ডলী
মন্ত্রীমন্ডলী
পন্ডিতমন্ডলী
নিচের কোনটিতে সাধুভাষা সাধারণত অনুপযোগী?
কবিতায়
গানে
ছোটগল্পে
নাটকে