একটি আয়তকার বাগানের পরিসীমা 56 মিটার এবং একটি কর্ন 20 মিটার। ঐ বাগানের সমান ক্ষেত্রফল-বিশিষ্ট বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত?
মিটার
মিটার
8 মিটার
মিটার
Description (বিবরণ) :
প্রশ্ন: একটি আয়তকার বাগানের পরিসীমা 56 মিটার এবং একটি কর্ন 20 মিটার। ঐ বাগানের সমান ক্ষেত্রফল-বিশিষ্ট বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত?
ব্যাখ্যা:
এখানে বলা হয়েছে যে বাগানটি হল আয়তকার তাই এর পরিসীমার সূত্র হল ঃ পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ )
প্রশ্নমতে , ২(দৈর্ঘ্য + প্রস্থ ) = ৫৬
সুতরাং দৈর্ঘ্য + প্রস্থ = ২৮
আবার কর্ণের দৈর্ঘ্য = root over( দৈর্ঘ্য২ + প্রস্থ২)
এখন শর্তমতে , root over ( দৈর্ঘ্য২ + প্রস্থ২) = ২০
= >দৈর্ঘ্য২ + প্রস্থ২ = ৪০০
= >( দৈর্ঘ্য + প্রস্থ )২ - ২(দৈর্ঘ্য x প্রস্থ ) = ৪০০
= >২৮২ - ২ x ক্ষেত্রফল = ৪০০
= >২ x ক্ষেত্রফল = ৩৮৪
∴ক্ষেত্রফল = ১৯২
এখন আমরা জানি , বর্গের ক্ষেত্রফল = (এক বাহুর দৈর্ঘ্য)২
সুতরাং এক বাহুর দৈর্ঘ্য = root over(বর্গের ক্ষেত্রফল)
= ৮ - /৩
Related Question
একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি ও প্রস্থ ১০% হ্রাস করা হলে, ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?
৮% (বৃদ্ধি)
৮% (হ্রাস)
১০৮% (বৃদ্ধি)
১০৮% (হ্রাস)
একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ,এর ক্ষেত্রফল 384 বর্গমিটার হলে পরিসীমা কত ?
70 মিটার
80 মিটার
90 মিটার
96 মিটার
একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ। দৈর্ঘ্য ৪৮ মিটার হলে, ক্ষেত্রটির পরিসীমা কত?
৬৪ মিটার
১২৮ মিটার
৯৬ মিটার
২২৮ মিটার
একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার হলে, পরিসীমা কত?
৯৬ মিটার
২৫৬ মিটার
১২৮ মিটার
৪৮ মিটার
একটি আয়তকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের দুই-তৃতীয়াংশ। ঘরটির পরিসীমা ৪০ মিটার হলে তার ক্ষেত্রফল কত?
৩০ বর্গমিটার
৯৬ বর্গমিটার
৭২ বর্গমিটার
৬৪ বর্গমিটার